কর্মচারী ও প্রশাসনিক সংস্কার বিভাগ (পশ্চিমবঙ্গ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কর্মচারী ও প্রশাসনিক সংস্কার মন্ত্রক
ভারতের প্রতীক
মন্ত্রক রূপরেখা
যার এখতিয়ারভুক্তপশ্চিমবঙ্গ সরকার
সদর দপ্তরমহাকরণ, কলকাতা
কর্মীno
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী
ওয়েবসাইটwbpar.banglarmukh.com

কর্মচারী ও প্রশাসনিক সংস্কার মন্ত্রক হল পশ্চিমবঙ্গ সরকারের একটি মন্ত্রক।[১] এই মন্ত্রকের মাধ্যমে আইএএস, ডব্লিউবিসিএস (কার্যনির্বাহী), ডব্লিউবিএসএস ও সচিবালয়ের অন্যান্য ক্যাডারের আধিকারিকদের নিয়ন্ত্রণ করা হয়। এই মন্ত্রকের মাধ্যমেই প্রশাসনিক সংস্কার, নাগরিকদের অভিযোগ গ্রহণ, ২০০৫ সালের তথ্যের অধিকার আইন প্রয়োগ ও ২০০৩ সালের পশ্চিমবঙ্গ লোকায়ুক্ত আইন প্রয়োগ করা হয়ে থাকে।[১]

মন্ত্রিপরিষদ[সম্পাদনা]

এই মন্ত্রকের দায়িত্বে একজন ক্যাবিনেট মন্ত্রী নিযুক্ত থাকেন। তাঁর সঙ্গে একজন রাষ্ট্রমন্ত্রী থাকতে পারেন, নাও পারেন। সরকারি আধিকারিকরা মন্ত্রীকে সহায়তা করেন।[১] এই মন্ত্রকে বর্তমান মন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়[১]

পাদটীকা[সম্পাদনা]