কর্পোরা কোয়াড্রিজেমিনা
অবয়ব
কর্পোরা কোয়াড্রিজেমিনা | |
---|---|
![]() Rhomboid fossa. ("Corpora quadrigemina" visible at top). | |
![]() Sagittal section through right cerebellar hemisphere. The right olive has also been cut sagittally. ("Corpora quadrigemina" visible at upper right). | |
শনাক্তকারী | |
নিউরোনেমস | 1279 |
এফএমএ | FMA:242157 |
স্নায়ুতন্ত্রের শারীরস্থান পরিভাষা |
মস্তিষ্কে, কর্পোরা কোয়াড্রিজেমিনা (লাতিন: "চতুর্গোলক দল") হল চারটি কলিকুলাই—দুইটি ইনফিরিয়র, দুইটি সুপিরিয়র—যা টেক্টামের উপর মধ্যমস্তিষ্কের পৃষ্ঠীয় অংশে অবস্থিত। এগুলিকে যথাক্রমে নিম্ন কলিকুলাস ও উচ্চ কলিকুলাস নামে অভিহিত করা হয়।
কর্পোরা কোয়াড্রিজেমিনা দৃষ্টি ও শ্রবণ সংশ্লিষ্ট প্রতিবর্ত কেন্দ্র। এটি স্নায়ুকোষের সমষ্টি—ধূসর বস্তু—নিয়ে গঠিত যা শ্বেত বস্তুতে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকে। এটি মূলত পুরোমস্তিষ্ক ও পশ্চাৎমস্তিষ্ককে সংযুক্ত করে। এখানে চারটি কর্পোরা কোয়াড্রিজেমিনা রয়েছে যা চোখের চলন ও শ্রবণ প্রতিক্রিয়ার প্রতিবর্ত কেন্দ্র হিসেবে কাজ করে। কর্পোরা কোয়াড্রিজেমিনা র উর্ধ্ব অংশকে সুপিরিয়র কলিকুলাই এবং নিম্ন অংশকে ইনফিরিয়র কলিকুলাই বলা হয়।[১]
অতিরিক্ত চিত্র
[সম্পাদনা]-
স্নায়ুগ্রন্থির প্রধান শ্রেণিবিভাগের রেখাচিত্র (I থেকে V)
-
মধ্যমস্তিষ্কের অনুপ্রস্থচ্ছেদ
-
লেমনিস্কাসের তন্তুর গতি নির্দেশক রেখাচিত্র; মধ্যম লেমনিস্কাস নীল, পার্শ্বীয় লাল
-
মস্তিষ্কের নিলয়সমূহ প্রদর্শনকারী ব্যবচ্ছেদ
-
মস্তিষ্কের মধ্যরেখার স্যাজিটাল ছেদ
-
সুষুম্নাশীর্ষ ও পশ্চাৎ- ও মধ্য-মস্তিষ্কের ঊর্ধ্বভাগ; পশ্চাৎ দৃশ্য, স্বস্থানে উন্মোচিত
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Marieb, Elaine N. (২০০০)। Essentials of Human Anatomy & Physiology (6th সংস্করণ)। San Francisco: Daryl Fox। পৃষ্ঠা 210।