বিষয়বস্তুতে চলুন

কর্ণাটক বিধানসভা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কর্ণাটক বিধানসভা
ষোড়শ কর্ণাটক বিধানসভা
প্রতীক বা লোগো
ধরন
ধরন
মেয়াদসীমা৫ বছর
ইতিহাস
শুরু১৮৮১
(১৪৪ বছর আগে)
 (1881)
পূর্বসূরীমহীশূর বিধানসভা
নেতৃত্ব
পরিষদীয় নেতা
(মুখ্যমন্ত্রী)
পরিষদীয় উপনেতা
(ডেপুটি মুখ্যমন্ত্রী)
গঠন
আসন২২৪
রাজনৈতিক দল
সরকার (১৪০)[][]
  ইন্ডিয়া (১৪০)

বিরোধী দল (৮৪)

  এনডিএ (৮৪)
সময়কালের মেয়াদ২০২৩ – ২০২৮
নির্বাচন
ফার্স্ট পাস্ট দ্য পোস্ট
প্রথম নির্বাচন
২৬ মার্চ ১৯৫২
সর্বশেষ নির্বাচন
১০ মে ২০২৩
পরবর্তী নির্বাচন
মে ২০২৮
সভাস্থল
বিধান সৌধ, বেঙ্গালুরু, কর্ণাটক, ভারত.
সুবর্ণ বিধান সৌধ, বেলাগাভি, কর্ণাটক, ভারত (শীতকালীন অধিবেশন)
ওয়েবসাইট
কর্ণাটক বিধানসভা
পাদটীকা
কাউন্সিলটি ১৮৮১ সালে মহীশূর রাজ্য প্রতিষ্ঠার জন্য গঠিত হয়। মহীশূর রাজ্য ভারতীয় ইউনিয়নে ১৯৪৭ সালে মিলিত হয় এবং মহীশূর রাজ্য হিসাবে প্রতিষ্ঠিত হয়; মহীশূর রাজ্য ১৯৫৬ সালে পুনর্গঠিত হয় এবং ১ নভেম্বর ১৯৭৩ তারিখে কর্ণাটক নামকরণ করা হয়।

কর্ণাটক বিধানসভা (পূর্বে মহীশূর বিধানসভা) হল দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার নিম্নকক্ষ। কর্ণাটক ভারতের ছয়টি রাজ্যের মধ্যে একটি যেখানে রাজ্যের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট। এর দুটি কক্ষ হল: বিধানসভা (নিম্নকক্ষ) এবং বিধান পরিষদ (উচ্চ কক্ষ)।[][]

কর্ণাটক বিধানসভার মোট সদস্য সংখ্যা ২২৪ জন। প্রত্যেক সদস্য প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের মাধ্যমে জনগণের দ্বারা সরাসরি নির্বাচিত হন। কর্ণাটক বিধানসভার সদস্য নির্বাচন করার জন্য ২২৪টি নির্বাচনী এলাকায় বিভক্ত। প্রতিটি নির্বাচনী এলাকা একজন সদস্য নির্বাচন করে সদস্য নির্বাচিত হন। সাধারণ বহুত্ব বা "ফার্স্ট পাস্ট দ্য পোস্ট" নির্বাচনী পদ্ধতি ব্যবহার করে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনগুলি ভারতের নির্বাচন কমিশন দ্বারা পরিচালিত হয়।

ইতিহাস

[সম্পাদনা]

মহীশূর প্রতিনিধি পরিষদ ১৮৮১ সালে মহারাজা চামরাজেন্দ্র ওয়াদিয়ার দ্বারা গঠিত হয়েছিল। এটি ভারতের দেশীয় রাজ্যের প্রথম আইনসভা। এটি ১৯০৭ সাল পর্যন্ত মহীশূর রাজ্যের একমাত্র একককক্ষীয় সংসদ হিসাবে কাজ করে। ১৯০৭ সালে উচ্চ কক্ষ হিসেবে মহীশূর আইন পরিষদ গঠন করা হয়। এর ফলে বিধানসভা নিম্নকক্ষ হিসেবে কাজ করে।

১৬ ডিসেম্বর ১৯৪৯ তারিখে, মহারাজা জয়চামরাজা ওয়াদিয়ার বর্তমান প্রতিনিধি এবং বিধানসভা ভেঙে দেন। ১৯৪৭ সালে গঠিত একটি গণপরিষদ ১৯৫২ সালে নির্বাচন না হওয়া পর্যন্ত মহীশূরের অস্থায়ী সমাবেশে পরিণত হয়।

১৮ জুন ১৯৫২, বুধবার সকাল ১১:০০টায়, নবগঠিত মহীশূর বিধানসভার প্রথম অধিবেশন বেঙ্গালুরুর পুরানো পাবলিক অফিস ভবনে (অট্টারা কাচেরি, বর্তমানে কর্নাটক হাই কোর্টের আসন) অনুষ্ঠিত হয়। এটি ছিল ভারতের সংবিধান অনুযায়ী মহীশূরে গঠিত প্রথম সংসদ। এতে ৯৯ জন নির্বাচিত সদস্য এবং ১ জন মনোনীত সদস্য ছিলেন। প্রথম অধিবেশনে সম্মানিত স্পিকার ভি. ভেঙ্কটপ্পা সদস্যদের শপথ গ্রহণ করান (তৎকালীন মুখ্যমন্ত্রী কেংগাল হনুমন্থাইয়াসহ)। এরপর স্পিকার নির্বাচন হয়, যেখানে সমাজতান্ত্রিক নেতা শান্তাবেরী গোপালাগৌড়া এবং এইচ. সিদ্দাইয়া প্রতিদ্বন্দ্বিতা করেন। ৭৪ ভোটে সিদ্দাইয়া জয়ী এবং হনুমান্থাইয়া একটি বক্তৃতা দিয়েছেন।

১৯৫৩ সালে অন্ধ্র রাজ্য প্রতিষ্ঠিত হওয়ার পর, মাদ্রাজ রাজ্যের বেল্লারি জেলার কিছু অংশ মহীশূর রাজ্যে যুক্ত হয় এবং বিধানসভার সদস্য সংখ্যা ৫ জন বৃদ্ধি পায়। ১ নভেম্বর ১৯৫৬ তারিখে মহীশূর রাজ্য পুনর্গঠিত হয়। এর ফলে প্রাক্তন বোম্বে রাজ্যের ৪টি জেলা, হায়দ্রাবাদ রাজ্যের ৩টি জেলা, পুরানো মাদ্রাজ রাজ্যের কোডাগু জেলা ও তালুক, এবং মহীশূর রাজ্যের রাজকীয় এলাকা অন্তর্ভুক্ত হয়। ১৯৭৩ সালে রাজ্যটির নাম পরিবর্তন করে কর্ণাটক রাখা হয়।

নতুন সংসদের প্রথম অধিবেশন ১৯ ডিসেম্বর ১৯৫৬ তারিখে নতুনভাবে নির্মিত বিধান সৌধে অনুষ্ঠিত হয়। ১৯৫৭ সালে সংসদের সদস্য সংখ্যা ছিল ২০৮, যা ১৯৬৭ সালে ২১৬ এবং ১৯৭৮ সালে ২২৪ জন, এক মনোনীত সদস্যসহ।

১৯৫৬ সালের ১৯ ডিসেম্বর নবনির্মিত বিধান সৌধে নতুন বিধানসভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। ১৯৫৭ সালে বিধানসভার সদস্য সংখ্যা ছিল ২০৮। সদস্য সংখ্যা ১৯৬৭ সালে ২১৬ এবং ১৯৭৮ সালে মনোনীত সদস্যসহ ২২৪-এ উন্নীত হয়।

স্পিকার পদে অধিষ্ঠিত একমাত্র মহিলা ছিলেন কেএস নাগারথানাম্মা, যিনি ২৪ মার্চ ১৯৭২ থেকে ৩ মার্চ ১৯৭৮ পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন।

বিধানসভার বাজেট অধিবেশন এবং বর্ষা অধিবেশন বেঙ্গালুরুর বিধান সৌধে অনুষ্ঠিত হয়। বিধানসভার শীতকালীন অধিবেশন বেলগাভির সুবর্ণ বিধান সৌধে অনুষ্ঠিত হয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Lata Mallikarjun officially joins Congress party"www.daijiworld.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২২ 
  2. Gavali, Raju। "All 136 Congress MLAs made Siddaramaiah the Chief Minister: Laxmi Hebbalkar"Deccan Herald (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২২ 
  3. Public TV (২০২৩-০৫-১৩)। Darshan Puttannaiah and Puttaswamy Gowda Extend Support To Congress | Public TV। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২২ – YouTube-এর মাধ্যমে। 
  4. "Karnataka Legislative Assembly"kla.kar.nic.in। ২৪ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১২-২৮ 
  5. "BJP-JD(S) tie-up: Regional party looking at outcome of NDA meeting on July 18"The Hindu। ১৬ জুলাই ২০২৩। ১৬ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২৩ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]