কম্বোডিয়া জাতীয় অনূর্ধ্ব-২০ ফুটবল দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কম্বোডিয়া অনূর্ধ্ব-২০
দলের লোগো
ডাকনামঅ্যাংকর যোদ্ধা
অ্যাসোসিয়েশনকম্বোডিয়া ফুটবল ফেডারেশন
কনফেডারেশনএএফসি (এশিয়া)
প্রধান কোচকোজি গিয়োতোকু
মাঠনমপেন অলিম্পিক স্টেডিয়াম
ফিফা কোডCAM
ওয়েবসাইটwww.ffcambodia.com
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
প্রথম আন্তর্জাতিক খেলা
 ভিয়েতনাম ৩–১ কম্বোডিয়া 
(নমপেন, কম্বোডিয়া; ২৩ জানুয়ারি ২০০২)
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ
অংশগ্রহণ৩ (১৯৬৩-এ প্রথম)
সেরা সাফল্যগ্রুপ পর্ব (১৯৬৩, ১৯৭২, ১৯৭৪)

কম্বোডিয়া জাতীয় অনূর্ধ্ব-২০ ফুটবল দল (ইংরেজি: Cambodia national under-20 football team; যা কম্বোডিয়া অনূর্ধ্ব-২০ নামেও পরিচিত) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে কম্বোডিয়ার প্রতিনিধিত্বকারী পুরুষদের অনূর্ধ্ব-২০ দল, যার সকল কার্যক্রম কম্বোডিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কম্বোডিয়া ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়।[১] ২০০২ সালের ২৩শে জানুয়ারি তারিখে, কম্বোডিয়া অনূর্ধ্ব-২০ প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; কম্বোডিয়ার নমপেনে অনুষ্ঠিত ভিয়েতনাম অনূর্ধ্ব-২০ দলের বিরুদ্ধে উক্ত ম্যাচে তারা ১–৩ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল।

৫০,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট নমপেন অলিম্পিক স্টেডিয়ামে অ্যাংকর যোদ্ধা নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে।[২] এই দলের প্রধান কার্যালয় কম্বোডিয়ার রাজধানী নমপেনে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন জাপানি সাবেক ফুটবল খেলোয়াড় কোজি গিয়োতোকু[৩][৪]

কম্বোডিয়া অনূর্ধ্ব-২০ এপর্যন্ত একবারও ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে কম্বোডিয়া অনূর্ধ্ব-২০ এপর্যন্ত ৩ বার অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ১৯৬৩ এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের গ্রুপ পর্বে অংশগ্রহণ করা, যেখানে তারা শুধুমাত্র ৬ অর্জন করতে সক্ষম হয়েছিল।

লিম পিসোথ, সিয়েং চান্থেয়া, উট টোলা, চাটমংকোল রুয়েয়াংথানারোট এবং কেও উদমের মতো খেলোয়াড়গণ কম্বোডিয়া অনূর্ধ্ব-২০ দলের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

প্রতিযোগিতামূলক তথ্য[সম্পাদনা]

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ[সম্পাদনা]

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ
সাল পর্ব অবস্থান ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো
তিউনিসিয়া ১৯৭৭ প্রতিষ্ঠিত হয়নি
জাপান ১৯৭৯
অস্ট্রেলিয়া ১৯৮১
মেক্সিকো ১৯৮৩
সোভিয়েত ইউনিয়ন ১৯৮৫
চিলি ১৯৮৭
সৌদি আরব ১৯৮৯
পর্তুগাল ১৯৯১
অস্ট্রেলিয়া ১৯৯৩
কাতার ১৯৯৫
মালয়েশিয়া ১৯৯৭
নাইজেরিয়া ১৯৯৯
আর্জেন্টিনা ২০০১
সংযুক্ত আরব আমিরাত ২০০৩ উত্তীর্ণ হয়নি
নেদারল্যান্ডস ২০০৫
কানাডা ২০০৭
মিশর ২০০৯
কলম্বিয়া ২০১১
তুরস্ক ২০১৩
নিউজিল্যান্ড ২০১৫
দক্ষিণ কোরিয়া ২০১৭
পোল্যান্ড ২০১৯
ইন্দোনেশিয়া ২০২১ কোভিড-১৯ মহামারীর কারণে বাতিল[৫]
ইন্দোনেশিয়া ২০২৩ অনির্ধারিত
মোট ০/২২

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Cambodia U20" [কম্বোডিয়া অনূর্ধ্ব-২০]। worldfootball.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২১ 
  2. "Cambodia football 2018 Review – Honda engine fails to lift gloom over the Angkor Warriors" (ইংরেজি ভাষায়)। Fox Sports Asia। ২৭ ডিসেম্বর ২০১৮। ১৭ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৯ 
  3. "Cambodia Under 20: Squad" [কম্বোডিয়া অনূর্ধ্ব-২০: দল]। soccerway.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২১ 
  4. "Cambodia U20 - Club profile" [কম্বোডিয়া অনূর্ধ্ব-২০ – ক্লাবের তথ্য]। transfermarkt.com (ইংরেজি ভাষায়)। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২১ 
  5. "Update on FIFA Women's World Cup™ and men's youth competitions" [ফিফা নারী বিশ্বকাপ এবং পুরুষদের যুব প্রতিযোগিতার হালনাগাদকৃত তথ্য]। FIFA.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২৪ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:এএফসি অনূর্ধ্ব-২০ দল