কমলা দাস (বিপ্লবী)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কমলা দাস
নাগরিকত্ব ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত)
 পাকিস্তান (১৯৬৪ সাল পর্যন্ত)
 ভারত
পেশারাজনীতিবিদ
পরিচিতির কারণব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অগ্নিকন্যা
আন্দোলনব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন

কমলা দাস ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিকন্যা।

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

কমলা দাস তাঁর বাড়িতে ১৯৩০ সালে পলাতক বিপ্লবীদের আশ্রয় দান করতেন এবং অন্যভাবেও সাহায্য করতেন। ডালহাউসি স্কোয়ার বোমার ঘটনা ও বিপ্লবীদের সহযোগিতা করার কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে হামলায় জাড়িত থাকার কোনো প্রমাণ পুলিশ পায় না; এজন্য পরবর্তীতে তিনি মুক্তি পান।কমলা দাস তাঁর বাড়িতে ১৯৩০ সালে পলাতক বিপ্লবীদের আশ্রয় দান করতেন এবং অন্যভাবেও সাহায্য করতেন। ডালহাউসি স্কোয়ার বোমার ঘটনা সম্পর্কে তাঁকে গ্রেপ্তা করা হয়, কিন্তু প্রমাণ অভাবে মুক্তি দেওয়া হয়।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. কমলা দাশগুপ্ত (জানুয়ারি ২০১৫)। স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী, অগ্নিযুগ গ্রন্থমালা ৯কলকাতা: র‍্যাডিক্যাল ইম্প্রেশন। পৃষ্ঠা ২৩৩। আইএসবিএন 978-81-85459-82-0