কড়লডেঙ্গা গাউছিয়া তৈয়্যবিয়া আজিজিয়া সুন্নিয়া মাদ্রাসা
কড়লডেঙ্গা গাউছিয়া তৈয়্যবিয়া আজিজিয়া সুন্নিয়া মাদ্রাসা চট্টগ্রামের একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও আলিয়া মাদ্রাসা। এই মাদ্রাসা আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় পরিচালিত হয়ে থাকে।[১] বর্তমানে এটি একটি দাখিল (এসএসসি শ্রেণী পর্যন্ত) মাদ্রাসা।[২]
কড়লডেঙ্গা গাউছিয়া তৈয়্যবিয়া আজিজিয়া সুন্নিয়া মাদ্রাসা | |
---|---|
অবস্থান | |
তথ্য | |
ধরন | দাখিল মাদ্রাসা |
প্রতিষ্ঠাকাল | ২০০১ |
প্রতিষ্ঠাতা | আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ |
অবস্থান[সম্পাদনা]
এই মাদ্রাসা চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার সারোয়াতলীতে অবস্থিত।[৩]
ইতিহাস[সম্পাদনা]
শাহ বু-আলী ক্বালন্দর 'র আস্তানা শরীফের অল্প দক্ষিণে এলাকার মনোরম পরিবেশে রাহনুমায়ে শরীয়ত ও ত্বরিকত সৈয়দ মুহাম্মদ তাহের শাহ (মা.জি.আ) ২০০১ সালে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।
শিক্ষা কার্যক্রম[সম্পাদনা]
এই মাদ্রাসাটি দাখিল (মাধ্যমিক) স্তরের। দক্ষ, অভিজ্ঞ, শিক্ষক, শিক্ষিকা দ্বারা পাঠদান। নিয়মিত ক্লাস টেস্ট ও মডেল টেষ্টের মাধ্যমে মেধার মূল্যায়ন।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "কড়লডেঙ্গা গাউছিয়া তৈয়্যবিয়া আজিজিয়া সুন্নিয়া মাদ্রাসা"। মাসিক তরজুমান। ২৯ মে ২০১৯।
- ↑ Azadi, Dainik (২০২০-০১-৩১)। "আলোকিত দেশ গড়তে শিক্ষার্থীদের সুশিক্ষিত হতে হবে"। দৈনিক আজাদী (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৩।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "বোয়ালখালীতে শাহ কলন্দরিয়া তাহেরিয়া এতিমখানার ভিত্তিপ্রস্থর স্থাপন - এস এন এন ২৪"। এস এন এন ২৪। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৩।