কটকের যুদ্ধ (১৭৪৯)
অবয়ব
কটকের তৃতীয় যুদ্ধ | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
মূল যুদ্ধ: বর্গির হাঙ্গামা এবং বাংলায় মারাঠা আক্রমণ (১৭৪৫–১৭৪৯) | |||||||||
| |||||||||
বিবাদমান পক্ষ | |||||||||
বাংলা | মারাঠা সাম্রাজ্য | ||||||||
সেনাধিপতি ও নেতৃত্ব প্রদানকারী | |||||||||
আলীবর্দী খান আব্দুস সালাম[১] |
জানুজী ভোঁসলে মীর হাবিব | ||||||||
শক্তি | |||||||||
অজ্ঞাত | অজ্ঞাত, তবে বাংলার চেয়ে বেশি[২] | ||||||||
হতাহত ও ক্ষয়ক্ষতি | |||||||||
অজ্ঞাত | অজ্ঞাত |
কটকের তৃতীয় যুদ্ধ ১৭৪৯ সালের মে মাসে বর্তমান ওড়িশার কটকে বাংলার নবাব আলীবর্দী খান ও মারাঠাদের মধ্যে সংঘটিত হয়। যুদ্ধটিতে মারাঠারা পরাজিত হয়[১][২] এবং পশ্চাৎপসরণ করে। এর ফলে মারাঠাদের দখলকৃত উড়িষ্যার তৎকালীন রাজধানী কটক ও এর পার্শ্ববর্তী অঞ্চলসমূহ আলীবর্দী পুনর্দখল করতে সক্ষম হন[১]।