কক্সবাজার জেলা ইনডোর স্টেডিয়াম
![]() | |
অবস্থান | স্টেডিয়াম সড়ক, কক্সবাজার পৌরসভা |
---|---|
স্থানাঙ্ক | ২১°২৬′২৫″ উত্তর ৯১°৫৮′৩২″ পূর্ব / ২১.৪৪০১৮০২° উত্তর ৯১.৯৭৫৪২৪৩° পূর্ব |
মালিক | জাতীয় ক্রীড়া পরিষদ |
পরিচালক | কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা |
ধারণক্ষমতা | ৫০০ |
স্কোরবোর্ড | নেই |
নির্মাণ | |
কপর্দকহীন মাঠ | ১ মার্চ, ২০১৭ |
নির্মিত | ২০২১ - ২০২২ |
চালু | ৭ ডিসেম্বর, ২০২২ |
নির্মাণ ব্যয় | ৳ ১৩.৫৮ কোটি |
কক্সবাজার জেলা ইনডোর স্টেডিয়াম ২০২২ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের একটি জেলা পর্যায়ের ইনডোর খেলাধুলা ও প্রশিক্ষণ আয়োজনের স্টেডিয়াম। এটির অবস্থান কক্সবাজার শহরের স্টেডিয়াম সড়ক ও জেলা পরিষদ সড়কের সংযোগে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের উত্তরপশ্চিম কোনে। বাংলাদেশের বেশিরভাগ স্টেডিয়ামের মতই এটিও জাতীয় ক্রীড়া পরিষদের নির্মিত ও নিয়ন্ত্রিত।[১] স্থাপনাটি স্থানীয় কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে রয়েছে।[২]
ইতিহাস
[সম্পাদনা]কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা ২০১৬ সালের ১৮ মার্চ জাতীয় ক্রীড়া পরিষদের কাছে ইনডোর স্টেডিয়ামের প্রস্তাব দেয়।[৩] কক্সবাজারকে বাংলাদেশের ক্রীড়া পর্যটনের কেন্দ্র হিসেবে অবকাঠামো উন্নয়নের উদ্দেশ্যে[১] ২০১৭ সালের পহেলা মার্চ ইনডোর স্টেডিয়াম নির্মাণের ঘোষণা আসে।[৪] একই বছর জুন মাসে জাতীয় ক্রীড়া পরিষদ সম্ভাব্যতা যাচাই শুরু করে।[৩] মূল স্টেডিয়ামের পাশে পুরাতন টেনিস কোর্টে[৩] পরিষদের তত্ত্বাবধায়নে ২০২১ সালের ৩ মার্চ নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পের নির্মাণ ব্যয় ছিল ১৩ কোটি ৫৮ লাখ টাকা।[১] ২০২২ সালের ৭ ডিসেম্বর অন্যান্য অবকাঠামোর সাথে স্টেডিয়ামটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।[৫]
অবকাঠামো
[সম্পাদনা]কক্সবাজার ইনডোর স্টেডিয়াম ব্যাডমিন্টন, বাস্কেটবলসহ অন্যান্য ইনডোর খেলার উপযোগী। ক্রীড়া আয়োজনের স্থানের পাশাপাশি এখানে খেলোয়াড়দের শরীরচর্চার জন্য ব্যায়ামাগার অন্তর্ভুক্ত। স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ৫০০।[১] দর্শকদের বসার গ্যালারি ছাড়াও খেলোয়াড়দের বিশ্রাম, প্রস্তুতি ও প্রশিক্ষণের জন্য পৃথক কক্ষ স্টেডিয়ামের অন্তর্গত।[২]
ব্যবহার
[সম্পাদনা]কক্সবাজার ইনডোর স্টেডিয়াম সক্রিয় হওয়ার পর নিয়মিত কারাতে অনুশীলন[৬] জেলা ও জাতীয় পর্যায়ের তায়কোয়ান্দো[৭] ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা হয়।[৮]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ ঘ "ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের উদ্বোধন ক্রীড়া প্রতিমন্ত্রীর"। ঢাকা পোস্ট। ২০২১-০৩-০৩। সংগ্রহের তারিখ ২০২৫-০৩-২৩।
- ↑ ক খ "দৃশ্যমান হচ্ছে কক্সবাজার ইনডোর স্টেডিয়াম"। দৈনিক কক্সবাজার। ২০২১-১২-০৫। সংগ্রহের তারিখ ২০২৫-০৩-২৩।
- ↑ ক খ গ রহমান, মাহাবুবুর (২০১৭-০৭-১৫)। "কক্সবাজারে ইনডোর স্টেডিয়াম হচ্ছে"। উখিয়া নিউজ ডট কম। সংগ্রহের তারিখ ২০২৫-০৩-২৪।
- ↑ "'এক বছরের মধ্যে কক্সবাজারে ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা হবে'"। প্রথম আলো। ২০১৭-০৩-০২। সংগ্রহের তারিখ ২০২৫-০৩-২৩।
- ↑ "কক্সবাজারে ২৮ প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী"। ভোরের কাগজ। ২০২২-১২-০৫। সংগ্রহের তারিখ ২০২৫-০৩-২৩।
- ↑ "কক্সবাজার জেলা-উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি 'ফাইলবন্দি'"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২০২৫-০১-০৫। সংগ্রহের তারিখ ২০২৫-০৩-২৪।
- ↑ "কক্সবাজারে তারুণ্যের উৎসব উপলক্ষে র্যালি ও তায়কোয়ানডো প্রতিযোগিতা"। দৈনিক আজাদী। ২০২৫-০২-১২। সংগ্রহের তারিখ ২০২৫-০৩-২৪।
- ↑ "কক্সবাজারে শহীদ ওয়াসিম স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২০২৫-০১-১৩। সংগ্রহের তারিখ ২০২৫-০৩-২৪।