ও টুনির মা তোমার টুনি কথা শোনে না
"ও টুনির মা তোমার টুনি কথা শোনে না" | |||||
---|---|---|---|---|---|
বউ আমার চেয়ারম্যান (টুনির মা) অ্যালবাম থেকে | |||||
প্রমিত কুমার কর্তৃক সঙ্গীত | |||||
ভাষা | বাংলা ভাষা | ||||
প্রকাশিত | সিএমভি মিউজিক | ||||
বিন্যাস | ডিজিটাল | ||||
দৈর্ঘ্য | ৪:৫৭ | ||||
লেবেল | সিএমভি মিউজিক | ||||
লেখক | প্রমিত কুমার | ||||
সুরকার | আজমির বাবু | ||||
প্রযোজক | এস পি মিউজিক | ||||
|
ও টুনির মা তোমার টুনি কথা শোনে না ২০০৯ সালে প্রকাশিত একটি গান। গানটি রচনা করেন প্রমিত কুমার। গানটি ২০০৯ সালে সিডি ক্যাসেট আকারে এবং ২০১৬ সালে সিএমভি মিউজিক ইউটিউব চ্যানেলে মুক্তি পায় । এটি সে সময়ে দুই বাংলায় জনপ্রিয় সুপারহিট অ্যালবামে পরিণত হয়।[১]
নরসিংদীর পলাশ থানার পণ্ডিতপাড়া গ্রামে বসে এই গান লেখেন প্রমিত কুমার। তিন দিন লাগে গানটি শেষ করতে। এরপর ঢাকায় রেকর্ডিং করাতে এলে স্টুডিও থেকে সবাই বলতে থাকেন, "না না, এই রকম গান চলবে না, এটা কোনো গান হলো?" শুনে মন খারাপ হয় প্রমিতের। ইচ্ছা ছিল পঞ্চম অ্যালবামের নাম দেবেন ‘টুনির মা’। কিন্তু অডিও প্রকাশনা প্রতিষ্ঠান সেই নাম বাদ দিয়ে রাখে বউ আমার চেয়ারম্যান।[২] এই নাম নিয়েই প্রমিতের স্বপ্নের প্রথম অ্যালবাম তাঁর হাত আসে। অল্প সময়ের মধ্যেই ‘ও টুনির মা’ গানটি ভারতে ও বাংলাদেশ ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।[৩]
আরো পড়ুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "টুনির মা গানের সেই শিল্পী! | কালের কণ্ঠ"। কালের কণ্ঠ। ২০১৭-০৭-১৯। সংগ্রহের তারিখ ২০২২-১১-০৮।
- ↑ "'টুনির মা' অ্যালবামের স্মৃতিকথা আর প্রতারিত প্রমিত কুমার- Promit Kumar । Hit singer । Chithi"।
- ↑ প্রতিবেদক, নিজস্ব। "এক গানেই তারকা, এরপর..."। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২২-১১-০৮।