ওহাইও স্টেট রুট ৩৭২

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

State Route 372 marker

State Route 372

পথের তথ্য
ওডিওটি কর্তৃক রক্ষণাবেক্ষণকৃত
দৈর্ঘ্য০.৬৮ মা[১] (১,০৯০ মি)
অস্তিত্বকাল১৯৩৪[২][৩]–বর্তমান
প্রধান সংযোগস্থল
পশ্চিম প্রান্ত:ইউএস ২৩ US ২৩ / SR ১০৪এসআর ১০৪, ওয়েভার্লির নিকটে অবস্থিত
পূর্ব প্রান্ত:স্কিয়োটো ট্রেইল স্টেট পার্ক ওয়েভার্লির নিকটে অবস্থিত
অবস্থান
কাউন্টিসমূহরস
মহাসড়ক ব্যবস্থা
  • ওহাইও অঙ্গরাজ্যের মহাসড়ক ব্যবস্থা
SR ৩৭১ SR ৩৭৩

স্টেট রুট ৩৭২ (এসআর ৩৭২) যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় ওহাইও রাজ্যে অবস্থিত, একটি পূর্ব-পশ্চিমমুখী দুই-লেন বিশিষ্ট ছোট রাজ্য মহাসড়কওয়েভার্লির ৬.৫ মাইল (১০.৫ কি.মি.) উত্তরে ইউএস রুট ২৩ এবং এসআর ১০৪ এর মিলিত রাস্তার টি-ইন্টারসেকশন থেকে রাস্তাটির (এসআর ৩৭২ এর) দক্ষিণ প্রান্তবিন্দুর যাত্রা শুরু। স্কিয়োটো ট্রেইল স্টেট পার্ক থেকে ০.৬৮ মাইল (১.০১ কি.মি) পূর্বে রাস্তাটির পূর্বপ্রান্তবিন্দু অবস্থিত। রাস্তাটির বাকি অংশ স্টোনি ক্রিক রোড নাম ধারণ করে পূর্বদিকে স্কিয়োটো নদী বরাবর চলতে থাকে। ১৯৩০ এর দশকে এই অংশটির প্রধান কাজ ছিল, এসআর ৩৭২ হয়ে, স্কিয়োটো ট্রেইল স্টেট পার্ক থেকে রাজ্য মহাসড়ক পর্যন্ত সংযোগ ঘটানো।

রাস্তার বিবরণ[সম্পাদনা]

পুরো এসআর ৩৭২, রস কাউন্টির অন্তর্গত ফ্রাঙ্কলিন টাউনশিপে অবস্থিত। ইউএস ২৩/এসআর ১০৪ এর মিলিত রাস্তার টি-ইন্টারসেকশন থেকে শুরু হয়ে, ইংরেজি অক্ষর 'এস' এর মতো রুপ ধারণ করে আকাঁবাকা পথে পূর্বদিক বরাবর চলতে থাকে। চলতে চলতে উত্তরে মোড় নিয়ে আবার দক্ষিণ-পূর্বদিকে ঘুরে যায়। চলার পথে রাস্তাটি ঘন-জঙ্গল এবং কিছু বাড়ি-ঘর পাড়ি দিয়ে নর্থ-ব্রিজ রোড অতিক্রম করে আচমকা স্কিয়োটো স্টেট পার্কের পশ্চিম প্রান্তে গিয়ে সমাপ্ত হয়। [৪] পরবর্তিতে রাস্তাটি স্টোনি ক্রিক রোড নামধারন করে পূর্বদিক বরাবর চলতে থাকে।[৫]

এসআর ৩৭২ এর রক্ষনাবেক্ষনের দায়িত্বে রয়েছে ওহাইও ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশান(ওডিওটি)। রক্ষনাবেক্ষনের অংশ হিসেবে ওডিওটি নিয়মিত রাস্তাটি দিয়ে চলাচলকৃত যানবাহনের গড় সংখ্যা প্রকাশ করে থাকে। একে বলা হয় অ্যানুয়াল অ্যাভারেজ ডেইলি ট্রাফিক (এএডিটি)। এএডিটি সাধারনত সংশ্লিষ্ট রাস্তা দিয়ে দৈনিক চলাচলকারী গাড়ির সংখ্যা হিসেব করে, বছর শেষে বের করা হয়। ২০১০ সালের ওডিওটির পরিসংখ্যান অনুসারে রাস্তাটি দিয়ে দৈনিক গড়ে ২০টি বাণিজ্যিক যানবাহন সহ ৩৪০টি ব্যক্তিগত গাড়ি চলাচল করে।[৬] রাস্তাটির কোন অংশই জাতীয় মহাসড়ক ব্যবস্থার অংশ নয়, যেটি কিনা একটি দেশের অর্থনীতি, প্রতিরক্ষা এবং চলাচলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত।[৭]

ইতিহাস[সম্পাদনা]

এস ৩৭২ রাস্তাটি, ১৯৩৪ সালে তৈরী করা হয়। তারপর থেকেই মূলত রাস্তাটি ইউএস ২৩ থেকে স্কিয়োটো স্টেট পার্কের একটি সংযোগ সড়ক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। [২][৩] ১৯৫৮ সালে রাস্তাটিকে পাকাঁ সড়কে পরিনত করা হয়।[৮][৯]

মূখ্য অংশবিশেষ[সম্পাদনা]

সম্পূর্ণ রুট হল ফ্রাঙ্কলিন টাউনশিপ, রস কাউণ্টি-এ।

মাইল[১]কিঃমিঃগন্তব্যটীকা
০.০০০.০০ইউএস ২৩ US ২৩ / SR ১০৪এসআর ১০৪টি-ইন্টারসেকশনে অবস্থিত পশ্চিম প্রান্তবিন্দু
০.৬৮১.০৯স্কিয়োটো ট্রেইল স্টেট ফরেস্টস্টেট ফরেস্ট বাউন্ডারিতে পূর্ব প্রান্তবিন্দু
১.০০০ মাঃ = ১.৬০৯ কিঃমিঃ; ১.০০০ কিঃমিঃ = ০.৬২১ মাঃ

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "DESTAPE - Ross County" (পিডিএফ)Ohio Department of Transportation। জুন ২৪, ২০১৫। ডিসেম্বর ৪, ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ৫, ২০১৫ 
  2. Map of Ohio Showing State Highway System (মানচিত্র)। ODOH দ্বারা মানচিত্রাঙ্কন। Ohio Department of Highways। ১৯৩৩। ২০১০-১২-২৮ তারিখে মূল (MrSID) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৮-৩১ 
  3. Map of Ohio Showing State Highway System (মানচিত্র)। ODOH দ্বারা মানচিত্রাঙ্কন। Ohio Department of Highways। ১৯৩৪। ২০১০-১২-২৯ তারিখে মূল (MrSID) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৮-৩১ 
  4. Ohio Department of Transportation"Technical Services Straight Line Diagrams: SR 372, Ross County" (পিডিএফ)। ২০১১-০৭-২৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৮-৩১ 
  5. গুগল (নভেম্বর ৫, ২০১৫)। "Overview Map of State Route 372" (মানচিত্র)। গুগল ম্যাপস। গুগল। সংগ্রহের তারিখ নভেম্বর ৫, ২০১৫ 
  6. "Traffic Survey Report - Ross County" (পিডিএফ)। Ohio Department of Transportation। ২০১০। পৃষ্ঠা 4। ২০১১-০৭-২৭ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৩-১২ 
  7. National Highway System: Ohio (পিডিএফ) (মানচিত্র)। Federal Highway Administration। ডিসেম্বর ২০০৩। ২০১১-০৬-০৬ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৮-৩১ 
  8. Ohio Highway Map (মানচিত্র)। ODOH দ্বারা মানচিত্রাঙ্কন। Ohio Department of Highways। ১৯৫৭। ২০১০-১২-২৯ তারিখে মূল (MrSID) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৩-১২ 
  9. Ohio Highway Map (মানচিত্র)। ODOH দ্বারা মানচিত্রাঙ্কন। Ohio Department of Highways। ১৯৫৮। ২০১০-১২-২৯ তারিখে মূল (MrSID) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৩-১২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

রুটের মানচিত্র:

KML is from Wikidata