ওস্কার উস্তারি
![]() ২০১৭ সালে আতলাসের হয়ে উস্তারি | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | ওস্কার আলফ্রেদো উস্তারি | ||
জন্ম | ৩ জুলাই ১৯৮৬ | ||
জন্ম স্থান | আমেরিকা, আর্জেন্টিনা | ||
উচ্চতা | ১.৮৪ মিটার (৬ ফুট ১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | গোলরক্ষক | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ইন্টার মায়ামি | ||
জার্সি নম্বর | ১৯ | ||
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪:২০, ২ জুন ২০২৫ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
ওস্কার আলফ্রেদো উস্তারি (স্পেনীয়: Oscar Ustari; জন্ম: ৩ জুলাই ১৯৮৬; ওস্কার উস্তারি নামে সুপরিচিত) হলেন একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামি এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।[১][২]
২০০৩ সালে, উস্তারি আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দলের হয়ে আর্জেন্টিনার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় দুই বছর যাবত আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০০৭ সালে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; আর্জেন্টিনার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]ওস্কার আলফ্রেদো উস্তারি ১৯৮৬ সালের ৩রা জুলাই তারিখে আর্জেন্টিনার আমেরিকায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
ক্লাব ফুটবল
[সম্পাদনা]আর্জেন্টিনীয় ফুটবল ক্লাব রিভাদারিয়া যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে ওস্কার উস্তারি ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং পরবর্তীকালে ইন্দেপেন্দিয়েন্তের যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০০৫–০৬ মৌসুমে, আর্জেন্টিনীয় ক্লাব ইন্দেপেন্দিয়েন্তের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন।
২০০৫–০৬ মৌসুমে ইন্দেপেন্দিয়েন্তে দলের হয়ে উস্তারি ২৮টি ম্যাচে অংশগ্রহণ করেন, যা ছিল তার পেশাদার ক্যারিয়ারের প্রথম মৌসুম। পরের মৌসুমে, তার ম্যাচ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৫টি ম্যাচে এবং সেখানেই তিনি ক্যারিয়ারের একমাত্র গোলটি করেন। প্রথম ক্লাব ইন্ডিপেনডিয়েন্তের হয়ে তিনি ৬৩ ম্যাচে মাঠে নেমেছেন এবং ১টি গোল করেছেন। দ্বিতীয় ক্লাব হেতাফের হয়ে তিনি লা লিগা ও অন্যান্য প্রতিযোগিতা মিলিয়ে মোট ৭০ ম্যাচ খেলেছেন। তিনি ২০২৪ সালে ইন্টার মায়ামি ক্লাবে যোগ দেন এবং সেই মৌসুমে মেজর লিগ সকারে ১টি ম্যাচে মাঠে নামেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]উস্তারি আর্জেন্টিনা-১৭, আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ এবং আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেছেন। ২০০৩ সালের ১৩ আগস্ট তারিখে, তিনি অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৭ দলের বিরুদ্ধে ম্যাচে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[৩]
পরিসংখ্যান
[সম্পাদনা]আন্তর্জাতিক
[সম্পাদনা]- ২ জুন ২০২৫ পর্যন্ত হালনাগাদকৃত।
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
আর্জেন্টিনা | ২০০৭ | ১ | ০ |
২০১২ | ১ | ০ | |
সর্বমোট | ২ | ০ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Inter Miami CF Roster"। Inter Miami CF। সংগ্রহের তারিখ ১ মে ২০২৫।
- ↑ "Inter Miami CF"। mlssoccer। সংগ্রহের তারিখ ১ মে ২০২৫।
- ↑ https://www.transfermarkt.com/spielbericht/index/spielbericht/3371611
বহিঃসংযোগ
[সম্পাদনা]
- সকারওয়েতে ওস্কার উস্তারি (ইংরেজি)
- সকারবেসে ওস্কার উস্তারি (ইংরেজি)
- বিডিফুটবলে ওস্কার উস্তারি (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে ওস্কার উস্তারি (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে ওস্কার উস্তারি (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে ওস্কার উস্তারি (ইংরেজি)
- মেজর লিগ সকারে ওস্কার উস্তারি (ইংরেজি)
- কিকারে ওস্কার উস্তারি (জার্মান)
- এফবিরেফে ওস্কার উস্তারি (ইংরেজি)
- লেকিপে ওস্কার উস্তারি (ফরাসি)
- ১৯৮৬-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- আর্জেন্টিনীয় ফুটবলার
- ফুটবল গোলরক্ষক
- ইন্টার মায়ামি ফুটবল ক্লাবের খেলোয়াড়
- আর্জেন্টিনার আন্তর্জাতিক যুব ফুটবলার
- আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ আন্তর্জাতিক ফুটবলার
- আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ আন্তর্জাতিক ফুটবলার
- আর্জেন্টিনার অলিম্পিক ফুটবলার
- আর্জেন্টিনার আন্তর্জাতিক ফুটবলার
- মেজর লিগ সকারের খেলোয়াড়
- আর্জেন্টিনীয় প্রথম বিভাগের খেলোয়াড়
- বোকা জুনিয়র্সের খেলোয়াড়
- হেতাফে ফুটবল ক্লাবের খেলোয়াড়
- সান্ডারল্যান্ড এএফসির খেলোয়াড়
- ইউনিয়ন দেপোর্তিভা আলমেরিয়ার খেলোয়াড়
- ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকের ফুটবলার
- নিওয়েল’স ওল্ড বয়েজের খেলোয়াড়
- ২০০৬ ফিফা বিশ্বকাপের খেলোয়াড়
- ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকের পদক বিজয়ী
- ফুটবলে অলিম্পিক পদক বিজয়ী
- লা লিগার খেলোয়াড়
- লিগা এমএক্সের খেলোয়াড়
- উরুগুয়েয়ীয় প্রথম বিভাগের খেলোয়াড়
- ইংল্যান্ডে আর্জেন্টিনীয় প্রবাসী ক্রীড়াবিদ
- আর্জেন্টিনীয় পুরুষ ফুটবলার
- পুরুষ ফুটবল গোলরক্ষক
- লিভারপুল ফুটবল ক্লাব (মোন্তেভিদেও)-এর খেলোয়াড়