ওল্ড ম্যাকডোনাল্ড হ্যাড আ ফার্ম (ছোটোগল্প)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
"ওল্ড ম্যাকডোনাল্ড হ্যাড আ ফার্ম"
লেখকমাইক রেসনিক
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
বর্গকল্পবিজ্ঞান
প্রকাশিত হয়অ্যাসিমোভ’স সায়েন্স ফিকশন
প্রকাশনার ধরনপত্রিকা
প্রকাশনার তারিখসেপ্টেম্বর, ২০০১

ওল্ড ম্যাকডোনাল্ড হ্যাড আ ফার্ম (ইংরেজি: Old MacDonald Had a Farm) হল ২০০১ সালে মাইক রেসনিকের লেখা একটি কল্পবিজ্ঞান ছোটোগল্প[১]

এই গল্পে দেখা যায়, এক সাংবাদিক বিশ্বের খাদ্যসংকট দূর করার জন্য জিনপ্রযুক্তিতে পালিত লক্ষ লক্ষ পশুর একটি খামার পরিদর্শনে যান। সেখানে গিয়ে তিনি যা দেখেন তা একাধারে বিস্ময়করভাবে মেধাদীপ্ত এবং বেদনাদায়কভাবে বিরক্তিকর।

"ওল্ড ম্যাকডোনাল্ড হ্যাড আ ফার্ম" গল্পটি ২০০২ সালে শ্রেষ্ঠ ছোটোগল্প বিভাগে হিউগো পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Asimovs.com"। ২০ আগস্ট ২০০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]