ওয়াসলান্ড-বেভেরেন
![]() | ||||
পূর্ণ নাম | কনিঙ্কলিয়েকে ভোয়েতবাল রেড স্টার ওয়াসলান্ড-স্পোর্টক্রিং-বেভেরেন | |||
---|---|---|---|---|
ডাকনাম | লিওয়েন, ওয়াস উলভেন | |||
প্রতিষ্ঠিত | ১৯৩৬ (কেএফসি রেড স্টার হাসডঙ্ক হিসেবে) ২০০২ (কেভি রেড স্টার ওয়াসলান্ড হিসেবে) ২০১০ (বেভেরেনের সাথে একত্রিত হয়ে ওয়াসলান্ড-বেভেরেন গঠন)[১] | |||
মাঠ | ফ্রিথিল স্টাডিওন | |||
ধারণক্ষমতা | ৮,১৯০[২] | |||
সভাপতি | ![]() | |||
ম্যানেজার | ![]() | |||
লিগ | বেলজীয় প্রথম বিভাগ বি | |||
২০১৯–২০ | ১৬তম | |||
| ||||
ওয়াসলান্ড-বেভেরেন হচ্ছে বেভেরেন ভিত্তিক একটি বেলজীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে বেলজিয়ামের শীর্ষ স্তরের ফুটবল লীগ বেলজীয় প্রথম বিভাগ বি-এ খেলে। এই ক্লাবটি ১৯৩৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ওয়াসলান্ড-বেভেরেন তাদের সকল হোম ম্যাচ বেভেরেনের ফ্রিথিল স্টাডিওনে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৮,১৯০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন নিকি হায়েন এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ডির্ক হুয়ক। যুগোস্লাভীয় রক্ষণভাগের খেলোয়াড় আলেকসান্দ্র ভুকোতিচ এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Club history"। ১ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১১।
- ↑ clubfiche ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩০ জুন ২০১৯ তারিখে, waasland-beveren.be (last check 30/03/2018)
বহিঃসংযোগ[সম্পাদনা]
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (ওলন্দাজ)