ভালোবাসার দেয়াল

স্থানাঙ্ক: ৪৮°৫৩′০৪.৬৫″ উত্তর ২°২০′১৮.৩৫″ পূর্ব / ৪৮.৮৮৪৬২৫০° উত্তর ২.৩৩৮৪৩০৬° পূর্ব / 48.8846250; 2.3384306
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ওয়াল অফ লাভ থেকে পুনর্নির্দেশিত)
ভালোবাসার দেয়াল যাতে আমি তোমাকে ভালোবাসি ২৫০টি ভাষায় ৩১১ বার লেখা আছে।

ভালোবাসার দেয়াল (ফরাসি: Mur des je t'aime, ল্য ম্যুর দে জ্য তেম, বাংলা অর্থ: আমি তোমাকে ভালোবাসি দেয়াল) হল ভালবাসা প্রসঙ্গে স্থাপিত ৪০ বর্গমিটার (৪৩০ ফু)-এর একটি দেয়াল যা প্যারিসের স্কোয়ার জেয়ঁ-রিক্ত্যুস নামক উদ্যানটিতে অবস্থিত। এটি ২০০০ সালে চারুলিপিবিদ ফ্রেদেরিক বারোঁ এবং প্রাচীরচিত্রকর ক্লের কিতো তৈরি করেন[১], এটি ৬১২টি খন্ডের কাচের স্তরে আবৃত লাভার টালি দ্বারা নির্মিত হয়েছে, যার উপরে ‘আমি তোমাকে ভালোবাসি’ বাক্যটি ২৫০টি ভিন্ন ভাষায় ৩১১ বার লিপিবদ্ধ করা হয়েছে। প্রত্যেকটি টালির আকার ২১ বাই ২৯.৭ সেন্টিমিটার (৮.৩ ইঞ্চি × ১১.৭ ইঞ্চি)। দেওয়ালে অঙ্কিত লাল রঙের বিক্ষিপ্ত অংশগুলো ভাঙ্গা হৃদয়ের টুকরোর প্রতীক হিসাবে দেখানো হয়েছে।[২]

স্থানটি জনসাধারণের বিনামূল্যে পরিদর্শনের জন্য উন্মুক্ত।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Wall of Love – Mur des Je t'aime – Montmartre" (ইংরেজি ভাষায়)। Travel France Online। ১৭ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ নভে ২০১৪ 
  2. "Le mur des je t'aime" (ইংরেজি ভাষায়)। Paris Convention and Visitors Bureau। সংগ্রহের তারিখ ৩০ নভে ২০১৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]