ওয়ালিদ আল-হুসিনি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ওয়ালিদ আল-হুসিনি
২০১৭ এর আন্তর্জাতিক সম্মেলনে আল-হুসেনি
জন্ম (1989-06-25) ২৫ জুন ১৯৮৯ (বয়স ৩৪)
জাতীয়তাপ্যালেস্তিনি
পেশালেখক, প্রাবন্ধিক, লেখক, কর্মী
পরিচিতির কারণফিলিস্তিনি কর্তৃপক্ষ তাকে ইসলামের বিরুদ্ধে নিন্দা করার অভিযোগে গ্রেপ্তার করেন

ওয়ালিদ আল-হুসিনি (আরবি ভাষায়: ওয়ালিদ আল-হুসিনি) হল একটি ফিলিস্তিনি ব্লগার যিনি ২০১০ সালের অক্টোবরে ইসলাম ধর্মকে নিন্দা জানিয়ে ফেসবুক এবং ব্লগে পোস্ট করেন। যার ফলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করে , তার গ্রেপ্তার বিশ্বব্যাপী প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। [১]

নিউইয়র্ক টাইমস লিখেছেন, "এই সমস্যা ফিলিস্তিনি রাষ্ট্রের মত প্রকাশের স্বাধীনতার সমস্যা নিয়ে মনোযোগ আকর্ষণ করেছে, যার মধ্যে ধর্মকে অপমান করা অবৈধ বলে মনে করা হয়, পাশাপাশি পারস্পরিক, সমাজ ও ইন্টারনেটের মধ্যে সাংঘর্ষিক হিসেবে ধরা হয়।" [২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Bernas, Anne (এপ্রিল ২, ২০১৭)। "«Une trahison française», le brûlot de Waleed Al-Husseini face à l'islamisme"RFI (ফরাসি ভাষায়)। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৬, ২০২০ 
  2. Isabel Kershner (নভেম্বর ১৬, ২০১০)। "Palestinian Blogger Angers West Bank Muslims"The New York Times। নভেম্বর ৯, ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 

গ্রন্থ-পঁজী[সম্পাদনা]

মরিয়ম নামাজি আল-হুসিনির সম্পর্কে সাক্ষাৎকার নিয়েছেন ব্লাসফিউচারি সম্পর্কে (২০১৬)