৪২নং ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

৪২নং ওয়ার্ড হল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি প্রশাসনিক ওয়ার্ড, যা অঞ্চল-৪ এর অন্তর্গত। এটি প্রাক্তন ঢাকা সিটি কর্পোরেশনর ৭৮ নং ওয়ার্ড ছিল। ওয়ার্ড নং ৪২ ঢাকা মহানগরের সূত্রাপুর থানায় অবস্থিত। এবং ওয়ার্ডটি বাংলাদেশ জাতীয় সংসদের ঢাকা-৬ আসনের অন্তর্গত। এ ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর হলেন মোহাম্মদ সেলিম।

বিবরণ[সম্পাদনা]

ওয়ার্ড নং ৪২ ঢাকা মহানগরের কুঞ্জ বার রোড, গোবিন্দ দন্ত লেন, রঘুনাথ দাস লেন, রোকনপুর লেন, পাঁচ ভাই ঘাট লেন, নাসির উদ্দিন সরদার লেন, কাকুনবাড়ী লেন, জনসন রোড, কাজি আবদুর রউফ রোড, নন্দলান দত্ত লেল, নবদধীপ বসাক লেন, রাজচন্দ্র মুন্সি লেন, সুবাস বোস এনভিনিউ লক্ষী বাজার), হাজী মসজিদ লেন এলাকা নিয়ে গঠিত।

ইতিহাস[সম্পাদনা]

কাউন্সিলর[সম্পাদনা]

নির্বাচন কাউন্সিলর রাজনৈতিক দল সূত্র
২০১৫
২০২০ মোহাম্মদ সেলিম [১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বাংলাদেশ গেজেট (মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচিত ঘোষিত প্রার্থীগণের তালিকা)" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিস। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২০