৩৬নং ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

৩৬নং ওয়ার্ড হল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি প্রশাসনিক ওয়ার্ড, যা অঞ্চল-৪ এর অন্তর্গত। এটি প্রাক্তন ঢাকা সিটি কর্পোরেশনর ৭২ নং ওয়ার্ড ছিল। ওয়ার্ড নং ৩৬ ঢাকা মহানগর পুলিশের কোতয়ালি থানায় অবস্থিত। এবং ওয়ার্ডটি বাংলাদেশ জাতীয় সংসদের ঢাকা-৭ আসনের অন্তর্গত। এ ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর হলেন রঞ্জন বিশ্বাস।

বিবরণ[সম্পাদনা]

ওয়ার্ড নম্বর ৩৬ ঢাকা মহানগরের আশেক লেন, বাধিকা মোহন বসাক লেন, হরি প্রসন্ন মিত্র রোড, সৈয়দ আওলাদ হোসেন লেন, কোর্ট হাউস ষ্ট্রীট, উচ্ছব পোদ্দার লেন, প্রসন্ন পোদ্দার লেন, রাখাল চন্দ্র বসাক লেন, বাঁশিচরণ সেন পোদ্দার লেন ইসলামপুর (হোল্ডিং নং- ৫৩-১১৭/২/৩), নবরয় লেন, কৈলাশ ঘোষ লেন, শাখারী বাজার (হোল্ডিং নং- ১-৬৫), রাজার দেউরী, জজকোর্ট, ডি, সি কোর্ট ও রায় সাহেব বাজার এলাকা নিয়ে গঠিত।

ইতিহাস[সম্পাদনা]

কাউন্সিলর[সম্পাদনা]

নির্বাচন কাউন্সিলর রাজনৈতিক দল সূত্র
২০১৫ রঞ্জন বিশ্বাস বাংলাদেশ আওয়ামী লীগ
২০২০ রঞ্জন বিশ্বাস বাংলাদেশ আওয়ামী লীগ [১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বাংলাদেশ গেজেট (মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচিত ঘোষিত প্রার্থীগণের তালিকা)" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিস। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২০