ওয়ার্ড নং ১৬, গাজীপুর সিটি কর্পোরেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

১৬ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন এর আওতাধীন একটি ওয়ার্ড।

১৬নং ওয়ার্ডের দিঘীরচালা গ্রামের অংশ

আয়তন[সম্পাদনা]

গাজিপুর সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ডের আয়তন ০.৮৩ বর্গ কিলোমিটার।

অর্থনৈতিক অবদান[সম্পাদনা]

গাজীপুর সিটি কর্পোরেশন এর মধ্যে এই ১৬ নং ওয়ার্ড সবচেয়ে বেশি অর্থনীতিতে অবদান রেখে চলেছে।এই ওয়ার্ডে গাজীপুর জেলার সবচেয়ে বেশি গার্মেন্টস কারখানা রয়েছে,এবং এই ওয়ার্ডে কৃষি ফসলাদি আবাদ করা হয়।

গ্রামcolleagpara[সম্পাদনা]

  • আটপাড়া
  • দিঘীরচালা
  • বারবৈকা
  • পালেরপাড়া
  • মীরেরবহর

==মোঃআবু সাঈদ মন্ডল(বর্তমান কাউন্সিলর)

জনসংখ্যা[সম্পাদনা]

২০১৫ সালের পরিসংখ্যান অনুযায়ী ১৬নং ওয়ার্ডের লোকসংখ্যা ২৫,৯৭৪ জন। এর মধ্যে পুরুষ ১৫,৯৭৪ জন এবং মহিলা ১০,০০০ জন। মোট পরিবার ৪,৮৮৯টি।

স্কুল ও কলেজ[সম্পাদনা]

  • ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ
  • চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ
  • কাজীমদ্দিন চৌধুরী স্কুল ও কলেজ
  • ইমপো্ এন্জেল'স স্কুল
  • শাহীন ক্যাডেট স্কুল
  • আরশী মাল্টিমিডিয়া স্কুল ও কলেজ
  • প্রতিভা লিটল ফ্লাওয়ার স্কুল
  • হাজী শরিয়ত উল্লাহ মুন্সী একাডেমী
  • নর্থ সাউথ স্কলার হাই স্কুল
  • পশ্চিম চান্দনা প্রাথমিক বিদ্যালয়
  • রোজ ক্যাডেট একাডেমী স্কুল
  • সিটি কলেজ
  • হাতেঁখরি পাবলিক স্কুল

মাদ্রাসা[সম্পাদনা]

  • হযরত আবু বক্কর সিদ্দিক(রা:) মাদ্রাসা।
  • কোরআন শিক্ষালয়।
  • দারুল কোরআন হাফিজিয়া মাদরাসা।
  • মাদরাসায়ে নূরে মদিনা গাজীপুর।
  • লস্কর পালোয়ান মাদরাসাতুল মদিনা।
  • দাওয়াতুল কোরআন হিফজ মাদরাসা ও এতিমখানা

অবস্থান ও সীমানা[সম্পাদনা]

প্রশাসনিক কাঠামো গাজীপুর সিটি কর্পোরেশনের আওতাধীন ১৬নং ওয়ার্ডের প্রশাসনিক কার্যক্রম জয়দেবপুর থানার আওতাধীন এবং এটি জাতীয় সংসদের ১৯৪ নং নির্বাচনী এলাকা গাজীপুর-১ এর অংশ।

শিক্ষা[সম্পাদনা]

২০১৮ সালের আদমশুমারি অনুযায়ী ১৬ নং ওয়ার্ডের সাক্ষরতার হার ৮০.৭%।

আরও দেখুন[সম্পাদনা]