ওম প্রকাশ (জেনারেল)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লেফটেন্যান্ট জেনারেল

ওম প্রকাশ

পিভিএসএম, ইউওয়াইএসএম, এভিএসএম, এসএম
আনুগত্য ভারত
সেবা/শাখা ভারতীয় সেনাবাহিনী
কার্যকাল১৯৭৬-২০১৫
পদমর্যাদা লেঃ জেনারেল
ইউনিট১১ কুমাওন রেজিমেন্ট
নেতৃত্বসমূহঅধিনায়ক, ১৫ কোর
অধিনায়ক, ২৫ পদাতিক ডিভিশন
সিয়াচেন ব্রিগেড অধিনায়ক
কর্নেল অব দি কুমাওন রেজিমেন্ট
পুরস্কার পরম বিশিষ্ট সেবা পদক
উত্তম যুদ্ধ সেবা পদক
অতি বিশিষ্ট সেবা পদক
সেনা পদক
দাম্পত্য সঙ্গীসরলা চিল্লার

ওম প্রকাশ ভারতীয় সেনাবাহিনীর একজন জেনারেল ছিলেন।[১][২] ২০১২ সালে তাকে ১৫ কোরের অধিনায়ক করা হয়েছিলো।[৩]

শিক্ষা এবং সামরিক জীবন[সম্পাদনা]

প্রকাশের জন্ম ১৯৫৫ সালে হরিয়ানা প্রদেশের ঝাজজর জেলায় হয়েছিলো। তার প্রাথমিক শিক্ষা শুরু হয় গ্রাম এলাকায়, এরপর তিনি ভর্তি হন কর্নাটকের 'সৈনিক স্কুল' এ, ১৯৭২ সালে 'ন্যাশনাল ডিফেন্স একাডেমী' তে ওম ক্যাডেট হিসেবে ঢোকেন। তার প্রতিরক্ষাবিদ্যায় এ এমএসসি ডিগ্রী সহ প্রতিরক্ষা এবং কৌশলবিদ্যায় মাস্টার অব ফিলোসফি ডিগ্রী ছিলো। তিনি ভারতের ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ থেকে পিএসসি এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ দিল্লী থেকে এনডিসি কোর্স করেন।

ওম কাশ্মীর এবং উওর-পূর্বাঞ্চলীয় প্রদেশে সংঘটিত বিচ্ছিন্নতাবাদ বিরোধী সামরিক অভিযানে অংশ নিয়েছেন। শ্রীলঙ্কায় আশির দশকের শেষের দিকে ভারতীয় সেনাবাহিনী নামানো হয় উগ্রপন্থী তামিলদের সাজা দেওয়ার জন্যে, ওম সেখানে বদলী হন।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Army felicitates former Chief's wife on 100th"। ২০১৫-০৪-১৪। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-১৫ 
  2. "Army generals surprise late chief's wife on her 99th birthday"। ২০১৪-০৪-১৫। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-১৫ 
  3. "Lt Gen Om Prakash takes over as new GOC of 15 Corps"Hindustan Times। ৯ জুন ২০১২। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৬ 
  4. "No infiltration from across LoC this year so far"। ২০১১-০৫-০২। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-১৫