বিষয়বস্তুতে চলুন

ওবেদ ভারগাস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ওবেদ ভারগাস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ওবেদ গোমেস ভারগাস
জন্ম (2005-08-05) ৫ আগস্ট ২০০৫ (বয়স ২০)
জন্ম স্থান আলাস্কা, মার্কিন যুক্তরাষ্ট্র
উচ্চতা ১.৭৫ মিটার (৫ ফুট ৯ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
সিয়াটল সাউন্ডার্স
জার্সি নম্বর ১৮
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৯:৩৪, ১ জুলাই ২০২৫ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

ওবেদ গোমেস ভারগাস (ইংরেজি: Obed Vargas, ইংরেজি উচ্চারণ: [oˈβeð ˈβaɾ.ɣas]; জন্ম: ৫ আগস্ট ২০০৫; ওবেদ ভারগাস নামে সুপরিচিত) হলেন একজন মার্কিন–মেক্সিকীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর মেজর লিগ সকারের ক্লাব সিয়াটল সাউন্ডার্স এবং মেক্সিকো জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[][][]

২০২২ সালে, ভারগাস মার্কিন যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-২০ দলের হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় দুই বছর যাবত মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; মেক্সিকোর জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

ওবেদ গোমেস ভারগাস ২০০৫ সালের ৫ই আগস্ট তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

ভারগাস মার্কিন যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-২০, মার্কিন যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-২৩, মেক্সিকো অনূর্ধ্ব-২০ এবং মেক্সিকো অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর প্রতিনিধিত্ব করেছেন। ২০২২ সালের ২৬শে মার্চ তারিখে তিনি আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের বিরুদ্ধে ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-২০ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[]

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
১ জুলাই ২০২৫ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
মেক্সিকো২০২৪
সর্বমোট

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Roster" [দল]soundersfc.com (ইংরেজি ভাষায়)। সিয়াটল সাউন্ডার্স ফুটবল ক্লাব। ৫ এপ্রিল ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫
  2. "Seattle Sounders FC" [সিয়াটল সাউন্ডার্স ফুটবল ক্লাব]mlssoccer.com (ইংরেজি ভাষায়)। মেজর লিগ সকার। ২৫ মার্চ ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫
  3. "Seattle Sounders » Squad 2024/2025" [সিয়াটল সাউন্ডার্স » দল ২০২৪/২০২৫]worldfootball.net (ইংরেজি ভাষায়)। ওয়ার্ল্ডফুটবল। ১৫ জুন ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫
  4. https://www.transfermarkt.com/spielbericht/index/spielbericht/3795010

বহিঃসংযোগ

[সম্পাদনা]