এ সভাপতি মুদলিয়ার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রায়বাহাদুর এ সভাপতি মুদালিয়ার ছিলেন মানবপ্রেমিক এবং ভারতের বেল্লারীর রাজনীতিবিদ। হাসপাতালের জমি ও ভবন দান করার জন্য বেল্লারির মহিলা ও শিশুদের হাসপাতাল বা জেলা হাসপাতালের নামকরণ করা হয়েছিল তাঁর নামে। [১] বেল্লারির ব্রুসেপেট এলাকার একটি রাস্তার নামকরণ করা হয়েছে তাঁর নামে।[তথ্যসূত্র প্রয়োজন]

উনিশ শতকের শেষদিকে এবং বিংশ শতাব্দীর শুরুর দিকে তিনি ২০ বছরেরও বেশি সময় ধরে বেল্লারি পৌর কাউন্সিলের সদস্য ছিলেন, এর মধ্যে নয়বার তিনি চেয়ারম্যান ছিলেন। [২] ১৯০২ সালে, বেল্লারি পৌর কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচনে কাউন্সিলের ১৭ সদস্যের মধ্যে ১৩ জনের ভোটে নির্বাচিত হওয়া সত্ত্বেও, মাদ্রাস সরকার কোন ব্যাখ্যা ছাড়াই ভেটো দিয়েছিল। সেই সময়ে যুক্তরাষ্ট্রের হাউস অফ কমন্সে ক্যামবনের সংসদ সদস্য উইলিয়াম কেইন দ্বারা এই বিষয়টি উত্থাপিত হয়েছিল।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. The Imperial Gazetteer of India, Volume 7 [vol. 1, 1909]। Clarendon Press। ১৯০৮–১৯৩১। পৃষ্ঠা 158–176। 
  2. "India—Bellary Municipal Council-Commons Sitting Questions 1902"। ২০ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১১