বিষয়বস্তুতে চলুন

এ বি এম শওকত আলী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অধ্যাপক ড.
এ বি এম শওকত
উপাচার্য
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১ অক্টোবর ২০২৪
পূর্বসূরীমোহাম্মদ ফৈয়াজ খান
ব্যক্তিগত বিবরণ
জন্মবাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীরাজশাহী বিশ্ববিদ্যালয়
মোনাশ বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়া
পেশাঅধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক

এ বি এম শওকত আলী একজন বাংলাদেশী কম্পিউটার প্রকৌশলী। তিনি ফিজি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক এবং ঢাকায় অবস্থিত বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) বর্তমান উপাচার্য।[]

শিক্ষাজীবন

[সম্পাদনা]

শওকত রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯০ সালে স্নাতক এবং ১৯৯১ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীকালে ২০০৫ সালে তিনি অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

এ বি এম শওকত আলী ১৯৯৭ সাল থেকে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা, গবেষণা এবং প্রশাসনিক কাজে যুক্ত আছেন। বাংলাদেশে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। এছাড়া তিনি অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ে জ্যেষ্ঠ প্রভাষক এবং নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অব অকল্যান্ড, দক্ষিণ কোরিয়ার কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং জাপানের কানসাই বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি ফিজি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে অধ্যাপক পদে কর্মরত ছিলেন।[] ২০২৪ সালে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির উপাচার্য হিসেবে যোগদান করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "বিইউবিটির নতুন উপাচার্য প্রফেসর ড. এ বি এম শওকত আলী"যায়যায়দিন। ২ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২৪ 
  2. "ড. শওকত আলী বিইউবিটির উপাচার্য"কালবেলা। ২ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২৪ 
  3. "Appointment of Prof. Dr. A B M Shawkat Ali, as the Vice Chancellor of BUBT"বিইউবিটি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২৪ 
  4. "বিইউবিটির নতুন উপাচার্য অধ্যাপক শওকত আলী"দ্য ডেইলি ক্যাম্পাস। ১ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২৪