এ জে এম নূরুদ্দীন চৌধুরী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অধ্যাপক
এ জে এম নূরুদ্দীন চৌধুরী
অধ্যাপক এ জে এম নূরুদ্দীন চৌধুরী
১২তম উপাচার্য
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
কাজের মেয়াদ
২০০২ – ২০০৬
পূর্বসূরীমোহাম্মদ ফজলী হোসেন
উত্তরসূরীএম বদিউল আলম
ব্যক্তিগত বিবরণ
মৃত্যু২৬ সেপ্টেম্বর ২০২০
জাতীয়তাবাংলাদেশ বাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ডারহাম বিশ্ববিদ্যালয়
পেশাশিক্ষাবিদ, বিশ্ববিদ্যালয় প্রশাসক

এ জে এম নূরুদ্দীন চৌধুরী (অজানা - ২৬ সেপ্টেম্বর ২০২০) একজন বাংলাদেশী শিক্ষাবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক অধ্যাপক। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য ছিলেন।[১]

শিক্ষাজীবন[সম্পাদনা]

নূরুদ্দীন চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৯ সালে বি কম (সম্মান) ও ১৯৭০ সালে এম কম ডিগ্রি লাভ করেন। তিনি যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৭ সালে ম্যানেজমেন্ট স্টাডিজে এমএসসি ডিগ্রি অর্জন করেন।[২]

কর্মজীবন[সম্পাদনা]

চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মার্কেটিং বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি চবির সিন্ডিকেট সদস্য, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও হলের প্রভোস্ট ছিলেন। এছাড়া তিনি আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম (আইআইইউসি)-এর সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্য, এমবিএ প্রোগ্রামের প্রতিষ্ঠাতা কো-অর্ডিনেটরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

এ জে এম নূরুদ্দীন চৌধুরী ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ উপাচার্যের দায়িত্ব পালন করেন। তিনি বেসরকারি সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।[৩][৪]

মৃত্যু[সম্পাদনা]

নূরুদ্দীন চৌধুরী কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "করোনাভাইরাসে চবির সাবেক উপাচার্য নূরুদ্দীনের মৃত্যু"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৬ সেপ্টেম্বর ২০২০। ১৩ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২১ 
  2. "মারা গেছেন চবি'র সাবেক উপাচার্য নূরুদ্দীন চৌধুরী"দেশ রূপান্তর। ২৭ সেপ্টেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২১ 
  3. "করোনায় চবির সাবেক উপাচার্য নূরুদ্দীন চৌধুরীর মৃত্যু"জাগোনিউজ২৪.কম। ২৭ সেপ্টেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২১ 
  4. "চবি'র সাবেক ভিসি প্রফেসর নূরুদ্দিন চৌধুরী আর নেই"নয়াদিগন্ত। ২৭ সেপ্টেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২১ 
  5. "করোনায় মারা গেলেন চবির সাবেক উপাচার্য"সারাবাংলা। ২৭ সেপ্টেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২১