এ জে এম নূরুদ্দীন চৌধুরী
অধ্যাপক এ জে এম নূরুদ্দীন চৌধুরী | |
---|---|
১২তম উপাচার্য | |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | |
কাজের মেয়াদ ২০০২ – ২০০৬ | |
পূর্বসূরী | মোহাম্মদ ফজলী হোসেন |
উত্তরসূরী | এম বদিউল আলম |
ব্যক্তিগত বিবরণ | |
মৃত্যু | ২৬ সেপ্টেম্বর ২০২০ |
জাতীয়তা | বাংলাদেশী |
প্রাক্তন শিক্ষার্থী | চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডারহাম বিশ্ববিদ্যালয় |
পেশা | শিক্ষাবিদ, বিশ্ববিদ্যালয় প্রশাসক |
এ জে এম নূরুদ্দীন চৌধুরী (অজানা - ২৬ সেপ্টেম্বর ২০২০) একজন বাংলাদেশী শিক্ষাবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক অধ্যাপক। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য ছিলেন।[১]
শিক্ষাজীবন
[সম্পাদনা]নূরুদ্দীন চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৯ সালে বি কম (সম্মান) ও ১৯৭০ সালে এম কম ডিগ্রি লাভ করেন। তিনি যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৭ সালে ম্যানেজমেন্ট স্টাডিজে এমএসসি ডিগ্রি অর্জন করেন।[২]
কর্মজীবন
[সম্পাদনা]চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মার্কেটিং বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি চবির সিন্ডিকেট সদস্য, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও হলের প্রভোস্ট ছিলেন। এছাড়া তিনি আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম (আইআইইউসি)-এর সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্য, এমবিএ প্রোগ্রামের প্রতিষ্ঠাতা কো-অর্ডিনেটরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
এ জে এম নূরুদ্দীন চৌধুরী ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ উপাচার্যের দায়িত্ব পালন করেন। তিনি বেসরকারি সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।[৩][৪]
মৃত্যু
[সম্পাদনা]নূরুদ্দীন চৌধুরী কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "করোনাভাইরাসে চবির সাবেক উপাচার্য নূরুদ্দীনের মৃত্যু"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৬ সেপ্টেম্বর ২০২০। ১৩ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২১।
- ↑ "মারা গেছেন চবি'র সাবেক উপাচার্য নূরুদ্দীন চৌধুরী"। দেশ রূপান্তর। ২৭ সেপ্টেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২১।
- ↑ "করোনায় চবির সাবেক উপাচার্য নূরুদ্দীন চৌধুরীর মৃত্যু"। জাগোনিউজ২৪.কম। ২৭ সেপ্টেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২১।
- ↑ "চবি'র সাবেক ভিসি প্রফেসর নূরুদ্দিন চৌধুরী আর নেই"। নয়াদিগন্ত। ২৭ সেপ্টেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২১।
- ↑ "করোনায় মারা গেলেন চবির সাবেক উপাচার্য"। সারাবাংলা। ২৭ সেপ্টেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২১।