বিষয়বস্তুতে চলুন

এস. পি. সিং

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ড. এস. পি. সিং
জন্ম (1948-02-01) ১ ফেব্রুয়ারি ১৯৪৮ (বয়স ৭৭)
জাতীয়তাভারত
পেশাঅধ্যাপক

এস. পি. সিং (জন্ম টুন্ডলা, আগ্রা, ভারত, ১ ফেব্রুয়ারি ১৯৪৮) একজন বায়োকেমিস্ট্রি বিভাগের অধ্যাপক।

প্রাথমিক জীবন এবং শিক্ষা

[সম্পাদনা]

সিং ভারতের উত্তর প্রদেশের লখনৌ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন। তিনি ভারতের উত্তর প্রদেশের মেরুত বিশ্ববিদ্যালয় থেকে মেডিকেল বায়োকেমিস্ট্রি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি আগ্রার টুন্ডলার একটি গ্রামের প্রাথমিক স্কুল থেকে প্রাথমিক শিক্ষাগ্রহণ করেন পরে উত্তর রেলওয়ে ইন্টারমিডিয়েট কলেজ থেকে তিনি দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন, সেখানে তার পিতা স্টেশন মাস্টার হিসাবে রেলওয়েতে কর্মরত ছিলেন।

কর্মজীবন

[সম্পাদনা]

সিং বায়োকেমিস্ট্রি বিষয়ে নয়টি বই লিখেছেন, যার একটি (প্র্যাক্টিকাল বায়োকেমিস্ট্রি ম্যানুয়াল) ফার্সিতে অনুবাদ করা হয়েছে এবং এইচআরডি মন্ত্রণালয়ের অনুরোধে একটি বই হিন্দিতে রচনা করেছেন।

১৯৭৩ সালে তিনি গোরখপুরের বাবা রাঘব দাস মেডিকেল কলেজে প্রাণরসায়ন বিভাগ প্রতিষ্ঠা করেন।[]

তিনি ৪০ বছর ধরে শিক্ষকতা করছেন এবং ১৯৮৪ সাল থেকে তিনি উত্তর প্রদেশের ঝাঁসির মহারাণী লক্ষ্মী বাই মেডিকেল কলেজের প্রাণরসায়ন বিভাগের প্রধান হিসাবে আছেন। তিনি এ পর্যন্ত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে ৬৫ টি গবেষণা রচনা প্রকাশ করেছেন।

তিনি ভারতের ক্লিনিকাল বায়োকেমিস্ট অ্যাসোসিয়েশন এর উত্তর প্রদেশ শাখার সহ-সভাপতি।[] তিনি বায়োলজিকাল সায়েন্সেসের জার্নাল অফ অ্যাডভান্স রিসার্চস এর সম্পাদকীয় বোর্ডে দায়িত্ব পালন করেন।[] তিনি ভারতের বায়োলজিকাল সায়িন্টিস্ট সোসাইটির সদস্য।[]

সন্মাননা ও পুরস্কার

[সম্পাদনা]
  • ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ব্যাড ক্লাব, ঝাঁসি, ভারত কর্তৃক সন্মাননা (২০০৭)
  • লায়ন্স ক্লাব, ঝাঁসি, ভারত কর্তৃক সন্মাননা (১৯৯৯)
  • রোটারি ক্লাব, ঝাঁসি, ভারত কর্তৃক সন্মাননা (১৯৯৮-৯৯)
  • জানওয়াদি লেখক সংঘ, ঝাঁসি, ভারত কর্তৃক সন্মাননা (১৯৯৭)
  • টেক্সাস এ এন্ড এম বিশ্ববিদ্যালয়ের ডাব্লুএইচও ফেলোশিপ, মার্কিন যুক্তরাষ্ট্র (১৯৮৬)
  • ভারত ব্যাপি বিভিন্ন মেডিকেল কলেজ পরিদর্শন করতে ইন্সপেক্টর হিসাবে ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল কর্তৃক নিযুক্ত হন
  • ভারত সরকারের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এর পরিদর্শক হিসাবে নিযুক্তি
  • দ্য এসোসিয়েশন অব ক্লিনিকাল বায়োকেমিস্টস অব ইন্ডিয়া এসিবিআইয়ের ফেলো
  • ভারত সরকার কর্তৃক মেডিকেল কমনওয়েলথ ফেলোশিপ, যুক্তরাজ্য এর জন্য মনোনীত (১৯৯৩)

গ্রন্থপঞ্জি

[সম্পাদনা]
  • সিং, এস. পি. (২০০৯)। ফিজিওথেরাপি এবং ফার্মাসিতে বায়োকেমিস্ট্রির ধারণা। সিবিএস পাবলিশার্স। আইএসবিএন ৯৭৮-৮১-২৩৯-১৩৯১-৯
  • সিং, এস. পি. (২০০৯)। জৈব রসায়নের ব্যবহারিক ম্যানুয়াল (৬ষ্ঠ সংস্করণ)। সিবিএস পাবলিশার্স। আইএসবিএন ৯৭৮-৮১-২৩৯-১৩৯৫-৭
  • সিং, এস. পি. (২০০৯)। বায়োকেমিস্ট্রির পাঠ্যপুস্তক (৪র্থ সংস্করণ)। সিবিএস পাবলিশার্স। আইএসবিএন ৯৭৮-৮১-২৩৯-১৪১৪-৫
  • সিং, এস. পি. (২০০৯)। ডেন্টাল বায়োকেমিস্ট্রির পাঠ্যপুস্তক (৩য় সংস্করণ)। সিবিএস পাবলিশার্স। আইএসবিএন ৯৭৮-৮১-২৩৯-১৭১৯-১
  • সিং, এস. পি. (২০০৮)। বায়োকেমিস্ট্রিতে ভিভা (৪র্থ সংস্করণ)। CBS Publishers। আইএসবিএন ৯৭৮-৮১-২৩৯-১৫৮২-১
  • সিং, ড. এস. পি. (২০০৬)। হোম সায়েন্স এবং নার্সিংয়ের জন্য বায়োকেমিস্ট্রি নীতিমালা। সিবিএস পাবলিশার্স। আইএসবিএন ৯৭৮-৮১-২৩৯-১৩২২-৩
  • সিং, এস. পি. (১৯৯৫)। বায়োকেমিস্ট্রি এমসিকিউ। CBS Publishers।
  • সিং, এস. পি. (১৯৯৫)। ভিভা ভোস এবং বায়োকেমিস্ট্রির সংক্ষিপ্ত টীকা (২য় সংস্করণ)। সিবিএস পাবলিশার্স।
  • সিং, এস. পি. (১৯৮৬)। প্রয়োগাত্মক জীব রসায়ন বিজ্ঞান। হরিয়ানা সাহিত্য একাডেমি। (হিন্দি)
  • সিং, এস. পি. (১৯৯৫)। জৈব রসায়নের ম্যানুয়াল। ফার্সি ভাষায় অনুবাদ করেছেন এ. নাজরিয়ান। (ফার্সি)
  • শ্রীবাস্তব, অনুরাগ; জোশি, এল.ডি.; সিং, এস. পি. (১৯৮৯)। "ফেজোলাস অ্যারিয়াস (সবুজ ছোলা) খাওয়ানোর ফলে সাধারণ ও ডায়াবেটিক গিনি শূকরে সিরাম লিপিডের পরিবর্তন"। ইন্ডিয়ান জার্নাল অফ ক্লিনিকাল বায়োকেমিস্ট্রি (১)। স্প্রিংগার ইন্ডিয়া: ৫০–৫৭। ডিওআই:10.1007/BF02867652

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Department of Biochemistry, BRD Medical University"। ১ আগস্ট ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১০
  2. "Uttar Pradesh Chapter of Association of Clinical Biochemists Launched"। Chhatrapati Shahuji Maharaj Medical University। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১০[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "Editorial Board"Journal of Advance Researches in Biological Sciences। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১০[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "Member"Society of Biological Scientists of India। ২০ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০২০

বহিঃসংযোগ

[সম্পাদনা]