এসজিআর ১৯০০+১৪

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এসজিআর ১৯০০+১৪

এসজিআর ১৯০০+১৪
পর্যবেক্ষণ তথ্য
ইপক জে২০০০      বিষুব জে২০০০
তারামণ্ডল আকিলা
বিষুবাংশ ১৯ঘ ০৭মি ১৬.৮৫সে
বিষুবলম্ব +০৯° ১৮' ৫০.৪"'
বৈশিষ্ট্যসমূহ
পরিবর্তনের ধরনগামা রশ্মি বিস্ফোরণ
জ্যোতির্মিতি
দূরত্ব ২০ kly (৬.১ kpc)
বিবরণ
ভর? M
ঘূর্ণন৫.২[১]
অন্যান্য বিবরণ
GRB 990110, GRB 980908, KONUS 24.03.79, TGRS 757, GBS 1900+14, GRB 790327A, KONUS 27.03.79a, TGRS 756, GRB 981022, GRB 790327, KONUS 25.03.79a, Trigger 7171, GRB 790324, GRB 790325A, Trigger 7124, GRB 980927, GRB 980827, RX J190714.1+091919, Trigger 7073.
ডাটাবেস তথ্যসূত্র
এসআইএমবিএডিডাটা
তথ্য উৎস:
Hipparcos Catalogue,
সিসিডিএম (২০০২),
Bright Star Catalogue (5th rev. ed.)

এসজিআর ১৯০০+১৪ হলো একটি সফট গামা রিপিটার যা প্রায় ২০,০০০ আলোক-বর্ষ দূরে আকিলা নক্ষত্রমন্ডলে অবস্থিত। একে ম্যাগনেটারের উদাহরণ হিসেবে ধরা হয়।

১৯৯৮ সালের ২৭ আগস্ট, নক্ষত্রটি হতে একটি তীব্র গামা রশ্মি বিস্ফোরণ শনাক্ত হয়; এর কিছুক্ষণ বাদে, আকাশের এই অঞ্চলে একটি নতুন রেডিও উৎসের আবির্ভাব ঘটে।[২] আনুমানিক ২০,০০০ আলোক বর্ষের একটি বিশাল দূরত্ব সত্ত্বেও বিস্ফোরণটি পৃথিবীর বায়ুমন্ডলে বড় রকমের প্রভাব ফেলে। আয়ন্মন্ডলের পরমাণুগুলি, যেগুলি সাধারণত দিনের বেলায় সূর্যের বিকিরণে আয়নিত থাকে কিন্তু রাতে পূনর্মিলিত হয়ে নিরপেক্ষ হয়ে যায়, রাতের বেলায় দিনের বেলার কাছাকাছি পরিমাণে আয়নিত হয়ে যায়। রসি এক্স-রে টাইমিং এক্সপ্লোরার, একটি এক্স-রে স্যাটেলাইট, এই বিস্ফোরণের সময় এর সবচেয়ে শক্তিশালী সংকেত গ্রহণ করে, যদিও এটি তখন আকাশের অন্যদিকে মুখ করে ছিলো, এবং সাধারণভাবে, বিকিরণটি প্রতিহত হওয়ার কথা ছিলো।

নাসার স্পিটজার স্পেস টেলিস্কোপ ২০০৫ ও ২০০৭ সালে দুইটি সংকীর্ণ অবলোহিত কম্পাংকে এসজিআর ১৯০০+১৪ এর চারপাশে একটি রহস্যময় বলয় আবিষ্কার করে। স্পিটজারের ২০০৭ সালের ছবিটিতে দুই বছর বাদেও এই বলয়ের মাঝে কোনো পরিবর্তন দেখা যায়নি। বলয়টির ব্যাপ্তি সাত আলোক বর্ষ। বলয়টির উৎস এখন পর্যন্ত অজানা এবং ২০০৮ সালের ২৯ মে তারিখে এটি নেচার সাময়িকীতে একটি নিবন্ধের বিষয়-বস্তু ছিলো।[৩]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Kaspi, Victoria (আগস্ট ২৬–২৯, ২০০২)। "Magnetars"। Radio Pulsars302। Crete: Astronomical Society of the Pacific। পৃষ্ঠা 151–158। বিবকোড:2003ASPC..302..151K 
  2. NRAO, New Evidence of Particle Injection by a Magnetar
  3. Newswise: CSI: Milky Way Team Works Scene of Dead Star

বহিঃসংযোগ[সম্পাদনা]