এশিয়া-প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এশিয়া-প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার
প্রতিষ্ঠাকাল১৩ জানুয়ারি ১৯৯৩; ৩১ বছর আগে (13 January 1993)
আলোকপাতআইপি ঠিকানা স্থান বরাদ্দ এবং নিবন্ধকরণ
অবস্থান
সদস্য
৭,৮২৮
কর্মী সংখ্যা
৮৭
ওয়েবসাইটwww.apnic.net

এশিয়া-প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার, সংক্ষেপে এপনিক ( ইংরেজি : Asia Pacific Network Information Center-APNIC) হলো একটি আঞ্চলিক সংগঠন, যারা এশিয়া ও এর পার্শ্ববর্তী দেশসমূহে ইন্টারনেট নম্বরের বিস্তৃতি ও নিবন্ধন সংক্রান্ত ব্যবস্থাপনাকার্য পরিচালনা করে। ইন্টারনেট নম্বরের মধ্যে রয়েছে আইপি ঠিকানা ও স্বয়ংক্রিয় সিস্টেম নম্বর। [১]

বিশ্বজুড়ে আঞ্চলিক ইন্টারনেট নিবন্ধন (আরআইআর) এ যুক্ত ৫ টি সংগঠনের একটি হচ্ছে এপনিক। এটি একটি অলাভজনক সদস্যপদ-ভিত্তিক সংগঠন, যার সদস্যদের মধ্যে রয়েছে ইন্টারনেট সেবা প্রদানকারী, টেলিযোগাযোগ সরবরাহকারী, ডেটা সেন্টার, বিশ্ববিদ্যালয়, ব্যাংক, জাতীয় ইন্টারনেট রেজিস্ট্রিস এবং এ জাতীয় সংস্থা যার নিজস্ব নেটওয়ার্ক রয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "African Network Information Centre"এপনিক ওয়েবসাইট