বিষয়বস্তুতে চলুন

এশিয়ান কাপ উইনার্স কাপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এশিয়ান কাপ উইনার্স কাপ
চিত্র:Asian Cup Winners' Cup Logo.svg
আয়োজকএএফসি
প্রতিষ্ঠিত১৯৯০
বিলুপ্ত২০০২
অঞ্চলএশিয়া
সর্বশেষ চ্যাম্পিয়নসৌদি আরব আল-হিলাল (২য় শিরোপা)
সবচেয়ে সফল দলসৌদি আরব আল-হিলাল
জাপান ইয়োকোহামা এফ মারিনোস
(২টি করে শিরোপা)
ওয়েবসাইটthe-afc.com

এশিয়ান কাপ উইনার্স কাপ হল এশিয়ান ফুটবল কনফেডারেশন কর্তৃক পরিচালিত একটি প্রাক্তন ফুটবল প্রতিযোগিতা, যা মূলত বিভিন্ন এশীয় দেশের জাতীয় কাপ ফুটবল প্রতিযোগিতার চ্যাম্পিয়নদের মধ্যে অনুষ্ঠিত হত। ১৯৯০ থেকে ২০০২ সাল পর্যন্ত টানা ১২ বছর চলার পর প্রাক্তন এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপের সাথে এটি জুড়ে গিয়ে তৈরী করে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ

এশিয়ান সুপার কাপ প্রতিযোগিতায় এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ বিজয়ী দলের সাথে এই প্রতিযোগিতার বিজয়ী দল অবতীর্ণ হত এবং বিজয়ী ক্লাবকে ঐ মরসুমে এশিয়ার শ্রেষ্ঠ ক্লাবের মর্যাদা দেওয়া হত।

ইতিহাস

[সম্পাদনা]

১৯৯০ সালের শুরুতে এশিয়ান ফুটবল কনফেডারেশন কর্তৃক, ইউরোপে উয়েফার উয়েফা কাপ উইনার্স কাপ অনুসরণ করে এই প্রতিযোগিতাটি প্রতিষ্ঠিত হয়। প্রথম সংস্করণে সতেরোটি দল নিবন্ধিতভাবে অংশগ্রহণ করে এবং ফাইনালে বাহরাইনের আল-মুহাররাককে পরাজিত করে ইরানের পার্সেপোলিস ক্লাবটি প্রথম বিজয়ী হয়। আল-হিলাল ২০০১-০২ সালে জেওনবুক হুন্ডাই মোটরসকে হারিয়ে শেষ চ্যাম্পিয়নশিপ জিতেছিল। ২০০২ সালে, এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ, এশিয়ান কাপ উইনার্স কাপ এবং এশিয়ান সুপার কাপ টুর্নামেন্ট একত্রিত হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ গঠন করে এবং এরপর, ঘরোয়া কাপ বিজয়ীরা এএফসি চ্যাম্পিয়ন্স লীগে প্রবেশ করে।

ফাইনাল ম্যাচের তালিকা

[সম্পাদনা]
সূচক
ছুরি (অ.স.প.) ফলাফল নির্ধারিত
মরসুম দেশ চ্যাম্পিয়ন ফলাফল রানার্স-আপ দেশ মাঠ
দুই লেগ ফরম্যাট
১৯৯০–৯১  ইরান পার্সেপোলিস ০–০ আল-মুহাররক  বাহরাইন বাহরাইন ন্যাশনাল স্টেডিয়াম, রিফা, বাহরাইন
১–০ আজাদি স্টেডিয়াম, তেহরান, ইরান
পার্সেপোলিস সম্মিলিত ফলাফলে জয়ী (১–০)
১৯৯১–৯২  জাপান নিসান এফসি ১–১ আল-নাসর  সৌদি আরব প্রিন্স ফয়সাল বিন ফাহদ স্টেডিয়াম, রিয়াধ, সৌদি আরব
৫–০ হিরাৎসুকা স্টেডিয়াম, হিরাৎসুকা, জাপান
নিসান এফসি সম্মিলিত ফলাফলে জয়ী (৬–১)
১৯৯২–৯৩  জাপান ইয়োকোহামা মারিনোস ১–১ পার্সেপোলিস  ইরান ন্যাশনাল স্টেডিয়াম, টোকিও, জাপান
১–০ আজাদি স্টেডিয়াম, তেহরান, ইরান
ইয়োকোহামা মারিনোস সম্মিলিত ফলাফলে জয়ী (২–১)
১৯৯৩–৯৪  সৌদি আরব আল-কাদসিয়া ৪–২ সাউথ চায়না  হংকং হংকং স্টেডিয়াম, হংকং
২–০ প্রিন্স সাউদ বিন জালাউই স্টেডিয়াম, খোবার, সৌদি আরব
আল-কাদসিয়া সম্মিলিত ফলাফলে জয়ী (৬–২)
একক লেগ ফরম্যাট
১৯৯৪–৯৫  জাপান ইয়োকোহামা ফ্লিউগেলস ২–১ছুরি আল-শাব  ইউএই খালিদ বিন মহম্মদ স্টেডিয়াম, শারজাহ, ইউএই
১৯৯৫  জাপান বেলমেয়ার হিরাৎসুকা ২–১ আল-তালাবা  ইরাক মিৎসুজাওয়া স্টেডিয়াম, ইয়োকোহামা, জাপান
১৯৯৬–৯৭  সৌদি আরব আল-হিলাল ৩–১ নাগোইয়া গ্রাম্পাস এইট  জাপান বাদশাহ ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়াম, রিয়াধ, সৌদি আরব
১৯৯৭–৯৮  সৌদি আরব আল-নাসর ১–০ সুওন স্যামসাং ব্লুউইংস  দক্ষিণ কোরিয়া বাদশাহ ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়াম, রিয়াধ, সৌদি আরব
১৯৯৮–৯৯  সৌদি আরব আল-ইত্তিহাদ ৩–২ছুরি জেওনাম ড্রাগনস  দক্ষিণ কোরিয়া ন্যাশনাল স্টেডিয়াম, টোকিও, জাপান
১৯৯৯–২০০০  জাপান শিমিজু এস-পালস ১–০ আল-জাওরা  ইরাক ৭০০তম বার্ষিকী স্টেডিয়াম, চিয়াং মাই, থাইল্যান্ড
২০০০–০১  সৌদি আরব আল-শাবাব ৪–২ ডালিয়ান শিদে  গণচীন প্রিন্স আব্দুল্লাহ আল ফয়সাল স্টেডিয়াম, জেদ্দা, সৌদি আরব
২০০১–০২  সৌদি আরব আল-হিলাল ২–১ছুরি জেওনবুক হুন্দাই মোটরস  দক্ষিণ কোরিয়া আল-সাদ স্টেডিয়াম, দোহা, কাতার

পরিসংখ্যান

[সম্পাদনা]

দেশ অনুযায়ী

[সম্পাদনা]
দেশ চ্যাম্পিয়ন রানার্স-আপ মোট ফাইনালে অংশগ্রহণ
 সৌদি আরব
 জাপান
 ইরান
 দক্ষিণ কোরিয়া
 ইরাক
 বাহরাইন
 গণচীন
 হংকং
 সংযুক্ত আরব আমিরাত

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]