বিষয়বস্তুতে চলুন

এল সালভাদোরে ইসলাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(এল সালভাদরে ইসলাম থেকে পুনর্নির্দেশিত)

এল সালভাদোর একটি প্রধানত খ্রিস্টান দেশ। এখানে ইসলাম ধর্মের অনুসারীদের সংখ্যা কম। দেশের সংবিধান ধর্মনিরপেক্ষ। তাই মুসলমানরা ধর্ম প্রচার করতে তেমন সমস্যায় পড়ে না। তারা মসজিদও তৈরি করতে পারে।

এল সালভাদোরে একটি ছোট মুসলিম সম্প্রদায় রয়েছে। যার বেশিরভাগই ইয়েমেনি আরবদের নিয়ে গঠিত। তবে এখানকার ফিলিস্তিনি আরবদের অধিকাংশ খ্রিস্টান ধর্ম পালন করে। ধারণা করা হয়, এখানে ১,০০০ থেকে ১,৫০০ মুসলিম আছে। কিন্তু এ সংখ্যা ১৮,০০০ পর্যন্ত হতে পারে।[]

শিয়া সম্প্রদায় দ্বারা পরিচালিত একটি ইসলামিক সাংস্কৃতিক সমিতি আছে। এর নাম ফাতিমা আয-জাহরা । তারা মধ্য আমেরিকার প্রথম ইসলামী ম্যাগাজিন রেভিস্তা বিবলিওতেকা ইসলামিকা প্রকাশ করে। এছাড়া দেশে ইসলামিক সংস্কৃতি ছড়ানোর জন্য প্রথম ও একমাত্র ইসলামিক গ্রন্থাগার তৈরি করেছে। দেশে আহমদীয়া মুসলিম সম্প্রদায়ও বিদ্যমান। []

পটভূমি

[সম্পাদনা]

বিংশ শতাব্দীর অভিবাসন

[সম্পাদনা]

২০শ শতাব্দীর শুরুতে আরব দেশগুলি ( সিরিয়া, লেবানন এবং ফিলিস্তিন ) থেকে থেকে পরিবারগুলো এখানে আসে। তবে এই মধ্যপ্রাচ্যের অভিবাসীদের অধিকাংশই খ্রিস্টান ছিলেন। মুসলিম পরিবারের সংখ্যা খুবই কম ছিল। তাদের সম্পর্কে খুব কম বা কিছুই নথিভুক্ত করা হয়নি।

কেন্দ্র

[সম্পাদনা]

১৯৯৪ সালে এল সালভাদোরে ইসলামী উপাসনার প্রথম কেন্দ্র উদ্বোধন করা হয়। এর নাম সেন্ট্রো ইসলামিকো আরব সালভাদোরেনো। এটি রাজধানী সান সালভাদোরে সালভাদোরান নাগরিক এবং ফিলিস্তিনি বংশোদ্ভূত ব্যক্তিদের একটি দল দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। ২০০৪ সালে, শিয়ারা রাজধানীতে দ্বিতীয় একটি মসজিদ উদ্বোধন করে। তারা এর নামকরণ করে ফাতিমা আয-জাহরা। ইসলামী নবী মুহাম্মদের প্রথম স্ত্রী খাদিজার কন্যা ফাতিমার সম্মানে এ নাম রাখা হয়েছিল। তারা ইন্টারনেটের মাধ্যমে ইসলামী সাহিত্য ছড়িয়ে দিতে শুরু করে। দেশের প্রথম ইসলামী ওয়েবসাইট তারাই উদ্বোধন করে। এখানে একটি ত্রৈমাসিক পত্রিকা প্রকাশ করা হয় এবং বর্তমানে ১০০ টিরও বেশি ডিজিটালাইজড ইসলামী বই রয়েছে। ২০০৭ সালে, সান সালভাদরে দার-ইব্রাহিম মসজিদ নামে একটি তৃতীয় মসজিদ উদ্বোধন করা হয়।

ইসলামিক কেন্দ্রগুলো জুমার নামাজ, সাহিত্য বিতরণ, দান-খয়রাত, অনলাইন প্রচারণা ও ধর্মীয়-সাংস্কৃতিক প্রতিষ্ঠানে ইসলামের বই দেয়। ফাতিমাহ আয-যাহরা কেন্দ্র ইসলামের শিক্ষা ও ইতিহাসের ক্লাস দেয়। এই ক্লাসগুলো সাধারণ জনগণের জন্য উন্মুক্ত। শুধু ধর্ম নয়,বিদেশি ভাষার কোর্স এবং প্রাপ্তবয়স্কদের সাক্ষরতা উন্নতির জন্য পড়ালেখার ব্যবস্থা আছে। []

মসজিদ

[সম্পাদনা]
  • দার-ইব্রাহিম মসজিদ
  1. Orantes, Diana (২১ সেপ্টেম্বর ২০১৯)। ""Los árabes son una raza, musulmán es el que acepta el islam""Elsalvador.com। El Diario de Hoy। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২১ 
  2. "Ahmadía, el ala pacífi ca del Islam, atrae a guatemaltecos"। জুন ২, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ২, ২০১৪ 
  3. Revista Comunica de la UCA ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০০৮-১১-০১ তারিখে

তথ্যসূত্র

[সম্পাদনা]