এলিজাবেথ ডেবিকি
এলিজাবেথ ডেবিকি | |
---|---|
Elizabeth Debicki | |
![]() ২০১৬ সালে ডেবিকি | |
জন্ম | |
নাগরিকত্ব | অস্ট্রেলীয় (মায়ের দিক থেকে) |
মাতৃশিক্ষায়তন | মেলবোর্ন বিশ্ববিদ্যালয় |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ২০১০–বর্তমান |
'এলিজাবেথ ডেবিকি (ইংরেজি: Elizabeth Debicki; জন্ম: ২৪ আগস্ট ১৯৯০) একজন অস্ট্রেলীয় অভিনেত্রী। তিনি প্যারিসে জন্মগ্রহণ করেন ও মেলবোর্নে বেড়ে ওঠেন এবং তিনি মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে অভিনয়বিদ্যায় অধ্যয়ন করেন। তিনি একটি প্রাইমটাইম এমি পুরস্কার, একটি গোল্ডেন গ্লোব পুরস্কার একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার অর্জন করেছেন এবং একটি ব্রিটিশ অ্যাকাডেমি টেলিভিশন পুরস্কারের মনোনয়ন লাভ করেছেন। তিনি ২০১৯ সালে কান চলচ্চিত্র উৎসব হতে শোপার ট্রফি অর্জন করেছেন।
২০১১ সালে হাস্যরসাত্মক আ ফিউ বেস্ট মেন চলচ্চিত্রে অভিনয় করে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। এরপর ব্যাজ লুরমানের নাটধর্মী দ্য গ্রেট গ্যাটসবি (২০১৩) দিয়ে তার প্রথম আলোচিত সাফল্য আসে, যার জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে এএসিটিএ পুরস্কার অর্জন করেন। এরপর তিনি ঐতিহাসিক মহাকাব্যিক ম্যাকবেথ (২০১৫), গোয়েন্দা চলচ্চিত্র দ্য ম্যান ফ্রম ইউ.এন.সি.এল.ই. (২০১৫), রোমাঞ্চকর উইডোজ (২০১৮), বিজ্ঞান কল্পকাহিনী চলচ্চিত্র টেনেট (২০২০) ও স্ল্যাশার চলচ্চিত্র ম্যাক্সিন (২০২৪)-এ অভিনয় করেন। তিনি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের চলচ্চিত্র গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সি ভলিউম টু (২০১৭) ও গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সি ভলিউম থ্রি (২০২৩)-এ আয়েশা চরিত্রে অভিনয় করেন।[১]
টেলিভিশনে ডেবিকি অস্ট্রেলীয় ধারাবাহিক রেক (২০১৪) ও দ্য কেটারিং ইনসিডেন্ট (২০১৬) এবং এএমসির সীমিত ধারাবাহিক দ্য নাইট ম্যানেজার (২০১৬) ও এইচবিওর টিভি চলচ্চিত্র দ্য টেল (২০১৮)-এ অভিনয় করেন। তিনি নেটফ্লিক্সের নাট্যধর্মী ধারাবাহিক দ্য ক্রাউন (২০২২-২০২৩)-এ প্রিন্সেস ডায়ানা চরিত্রে অভিনয় করে নাট্যধর্মী ধারাবাহিকে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার ও গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]ডেবিকি ১৯৯০ সালের ২৪শে আগস্ট ফ্রান্সের প্যারিসে জন্মগ্রহণ করেন।[১] তার পিতা পোলীয় এবং মাতা আইরিশ বংশোদ্ভূত অস্ট্রেলীয়।[২][৩][৪] তার পিতামাতা দুজনেই ব্যালে নৃত্যশিল্পী, তারা একটি অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা করতে গিয়ে পরিচিত হয়েছিলেন।[৫] ডেবিকির যখন পাঁচ বছর বয়স, তখন তার পরিবার মেলবোর্নের উপশহর গ্লেন ওয়াভার্লিতে স্থানান্তরিত হয়।[৬][৭] ডেবিকি তার তিন ভাইবোনের মধ্যে জ্যেষ্ঠ। তার এক ছোট বোন ও এক ছোট ভাই রয়েছে।[৮]
ডেবিকি শৈশবে ব্যালে নৃত্যের প্রতি আগ্রহী ছিলেন এবং নাচের তালিম নিয়েছিলেন, পরবর্তীকালে তিনি মঞ্চনাটকে অভিনয়ের সিদ্ধান্ত নেন।[৯] পূর্ব মেলবোর্নের হান্টিংটাওয়ার স্কুলের শিক্ষার্থী থাকা অবস্থায় তিনি নাট্যকলা ও ইংরেজি বিষয়ে দুটি শিক্ষা বৃত্তি পান এবং ২০০৭ সালের যখন এই স্কুল থেকে পড়াশোনা সমাপ্ত করেন তখন তিনি এই স্কুলের পাঠ্যক্রম, শিল্পকলা ও ক্রীড়ায় সর্বোচ্চ র্যাংকিং পাওয়া শিক্ষার্থী ছিলেন।[১০] ২০১০ সালে ডেবিকি মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের ভিক্টোরিয়ান কলেজ অব দি আর্টস থেকে নাট্যকলায় স্নাতক ডিগ্রি অর্জন করেন।[২][১১] ২০০৯ সালের আগস্ট মাসে তিনি দ্বিতীয় বর্ষের প্রশিক্ষণে সেরা অভিনয় বিভাগের শিক্ষার্থী হিসেবে রিচার্ড প্র্যাট বারসারি অর্জন করেন।[১২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ কুলস, অ্যান-ক্যাথরিন (৪ মে ২০১৭)। "Guardians 2: Was hat es mit Elisabeth Debickis Rolle Ayesha auf sich?"। গেমজ (জার্মান ভাষায়)। মিডিয়ামার্কট। ২০ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মে ২০২৫।
- ↑ ক খ "Baz Luhrmann casts VCA graduate Elizabeth Debicki in The Great Gatsby"। মেলবোর্ন বিশ্ববিদ্যালয়। ২৫ মে ২০১১। ৭ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মে ২০২৫।
- ↑ ক্যান্টেলো, সিগুর্নি (৬ নভেম্বর ২০১২)। "Our fair ladies: how to maintain pale skin"। ভোগ অস্ট্রেলিয়া। ১৪ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ বেকার, টিফানি (৯ আগস্ট ২০১৫)। "Aussie starlet Elizabeth Debicki almost missed out on her biggest role yet"। সানডে স্টাইল। news.com.au। ১ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মে ২০২৫।
- ↑ "New Aussie in Hollywood, Elizabeth Debicki, steals the film in the upcoming spy drama, Man from U.N.C.L.E."। mindfood.com। ৩ আগস্ট ২০১৫। ২৯ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মে ২০২৫।
- ↑ ব্লেক, এলিসা (১৯ মে ২০১৩)। "From Paris with love"। দি এজ। ২ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মে ২০২৫।
- ↑ লেহমান, মেগান (১১ মে ২০১৩)। "Her roaring twenties"। দ্য উইকেন্ড অস্ট্রেলিয়ান ম্যাগাজিন। ১১ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মে ২০২৫।
- ↑ ম্যারিনার, কসিমা (২২ এপ্রিল ২০১৮)। "Catching her breath: Why Elizabeth Debicki is moving to London"। দ্য সিডনি মর্নিং হেরাল্ড। ৩ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মে ২০২৫।
- ↑ গ্রোভস, ডন (৭ মে ২০১২)। "The tale of two Elizabeths"। স্পেশাল ব্রডকাস্টিং সার্ভিস। ১৯ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মে ২০২৫।
- ↑ বাউয়েন, শোল্টো (১ ফেব্রুয়ারি ২০০৮)। "From the Principal"। দ্য হান্টিংটাওয়ার বুলেটিন। ১৮ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মে ২০২৫।
- ↑ রুল, ড্যান (২০১২)। "True Hollywood Story"। মেলবোর্ন ইউনিভার্সিটি ম্যাগাজিন। ৯ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মে ২০২৫।
- ↑ "2009 Theatre Scholarships announcement including $20 000 Keith and Elisabeth Murdoch Travelling Fellowship"। দ্য মেলবোর্ন নিউজরুম। মেলবোর্ন বিশ্ববিদ্যালয়। ৩১ আগস্ট ২০০৯। ১৭ জুলাই ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মে ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
- দাপ্তরিক ওয়েবসাইট
- ইন্সটাগ্রামে এলিজাবেথ ডেবিকি
- ইন্টারনেট মুভি ডেটাবেজে এলিজাবেথ ডেবিকি (ইংরেজি)
- রটেন টম্যাটোসে এলিজাবেথ ডেবিকি (ইংরেজি)
- ১৯৯০-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ২১শ শতাব্দীর অস্ট্রেলীয় অভিনেত্রী
- আইরিশ বংশোদ্ভূত অস্ট্রেলীয় ব্যক্তি
- পোলীয় বংশোদ্ভূত অস্ট্রেলীয় ব্যক্তি
- অস্ট্রেলীয় কণ্ঠাভিনেত্রী
- অস্ট্রেলীয় চলচ্চিত্র অভিনেত্রী
- অস্ট্রেলীয় টেলিভিশন অভিনেত্রী
- অস্ট্রেলীয় মঞ্চ অভিনেত্রী
- প্যারিসের অভিনেত্রী
- মেলবোর্নের অভিনেত্রী
- শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে এএসিটিএ পুরস্কার বিজয়ী
- গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা পার্শ্ব অভিনেত্রী - টেলিভিশন) বিজয়ী
- নাট্যধর্মী ধারাবাহিকে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার বিজয়ী
- নাট্যধর্মী ধারাবাহিকে সেরা অভিনেত্রী বিভাগে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার বিজয়ী