এলারা (গ্রিক পুরাণ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

গ্রিক পুরাণে, এলারা (Elara) /ˈɛlərə/, বা এলারে বা আলেরা ( প্রাচীন গ্রিক : Ἐλάρα, Ἐλάραη বা Ἀλέρα),[১] বা লারিসা (Larissa)[২], ছিলেন একজন রাজকুমারী। তিনি রাজা অরকোমেনাসের কন্যা, এবং জিউসের সাথে মিলনের মাধ্যমে তিনি টিটিয়স নামে এক দানবের জন্ম দেন। কোন কোন সূত্র অনুসারে তিনি রাজা মিনিয়াসের কন্যা। [৩][৪]

পুরাণ[সম্পাদনা]

জিউস এলারার প্রেমে পড়েন এবং স্ত্রী হেরার হিংসুক রাগ থেকে তাকে লুকিয়ে রাখার জন্য পৃথিবীর নিচে গভীরে তাকে রেখে দেন। এখানেই এলারা দানব টিটিয়সের জন্ম দেন। কখনও কখনও দানব টিটিয়সকে পৃথিবী দেবী গাইয়ার সন্তান বলা হয়, কারণ টিটিয়সের জন্ম মাটির নিচে (γηγενής gigenis "স্থানীয়")। আরও বলা হয় যে, সন্তানের আকার অনেক বড় হওয়ায় এলারা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান।[৫][৬]

যা গুহা দিয়ে টিটিয়স মাটির গভীর থেকে ভূপৃষ্ঠে এসেছিলেন বলে মনে করা হয় তা ইউবিয়ায় অবস্থিত এবং এলারিয়ন নামে পরিচিত।[৭]

উপনাম[সম্পাদনা]

বৃহস্পতির একটি উপগ্রহের নাম এলারা। [৮]

এলারা উপগ্রহ

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. DGE en línea
  2. Pseudo-Clement, Recognitions 10.21-23
  3. Scholiast on Homer, Odyssey 7.324
  4. Eustathius on Homer, Odyssey 7.324, p. 1581
  5. Pseudo-Apollodorus, Bibliotheca 1. 4. 2.
  6. Scholia on Apollonius Rhodius, Argonautica 1.761 citing Pherecydes
  7. Strabo, Geography, 9. 3. 15
  8. Marsden, B. G. (৭ অক্টোবর ১৯৭৪)। "Satellites of Jupiter"