এর্মাইওস সোতের
এর্মাইওস সোতের | |
---|---|
ইন্দো-গ্রিক রাজা | |
![]() এর্মাইওস সোতেরের মুদ্রা | |
রাজত্ব | ? ৮৫-৭০ খ্রিস্টপূর্বাব্দ |
পূর্বসূরি | নিকিয়াস সোতের |
উত্তরসূরি | ইউয়েঝি জনজাতি |
দাম্পত্য সঙ্গী | কাল্লিওপে |
এর্মাইওস সোতের (গ্রিক: Ἑρμαῖος ὁ Σωτήρ) একজন ইন্দো-গ্রিক রাজা ছিলেন, যিনি আনুমানিক ৮৫ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৭০ খ্রিস্টপূর্বাব্দ পর্য্যন্ত[১] পারোপামিসাদাই অঞ্চল শাসন করেন, যদিও সিনিয়রের মনে করেছেন যে, তিনি ৯৫-৮০ খ্রিস্টপূর্বাব্দে রাজত্ব করেন।[২] ব্যাক্ট্রিয়া থেকে আগত ইউয়েঝি জনজাতি তার রাজ্য আক্রমণ করে তাকে পরাজিত করলে তার শাসনের অবসান ঘটে।
মুদ্রা
[সম্পাদনা]এর্মাইওস সোতের তিন ধরনের দ্বিভাষী ভারতীয় রৌপ্য মুদ্রা প্রচলন করেন। প্রথম ধরনের মুদ্রার এক পিঠে তার দিয়াদেম বা হেলমেট পরিহিত প্রতিকৃতি ও অপর দিকে জিউসের চিত্র রয়েছে। দ্বিতীয় ধরনের মুদ্রার এক পিঠে তার সঙ্গে তার রাণী কাল্লিওপের যুগ্ম প্রতিকৃতি ও অপর পিঠে তীর ধনুক হাতে অশ্বারূঢ় রাজার চিত্র মুদ্রিত আছে। তৃতীয় ধরনের মুদ্রার এক পিঠে জিউসের চিত্র ও অপর পিঠে তীর ধনুক হাতে অশ্বারূঢ় রাজার চিত্র খোদিত রয়েছে। এছাড়া তিনি তিনি একই ধরনের ব্রোঞ্জ মুদ্রাও প্রচলন করেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]
- ↑ "Monnaies Gréco-Bactriennes et Indo-Grecques, Catalogue Raisonné", Osmund Bopearachchi, 1991, Bibliothèque Nationale de France, আইএসবিএন ২-৭১৭৭-১৮২৫-৭.
- ↑ Senior R.C., MacDonald, D.: The Decline of the Indo-Greeks, Monographs of the Hellenic Numismatic Society, Athens (1998)
এর্মাইওস সোতের
| ||
রাজত্বকাল শিরোনাম | ||
---|---|---|
পূর্বসূরী নিকিয়াস সোতের |
ইন্দো-গ্রিক শাসক (পারোপামিসাদাই) ? ৮৫ - ৭০ খ্রিস্টপূর্বাব্দ |
উত্তরসূরী ইউয়েঝি জনজাতি |