এয়ার সুইডেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এয়ার সুইডেন ছিল স্টকহোম, সুইডেনে অবস্থিত একটি এয়ারলাইন, যেটি স্টকহোম-আর্লান্ডা বিমানবন্দর থেকে চার্টার ফ্লাইট পরিচালনা করত এবং বিশ্বব্যাপী বিমান লিজ পরিষেবা।কোম্পানিটি নর্ডিক এয়ারওয়েজের উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ডিসেম্বর ২০০৯ এ তার এয়ার অপারেটরের সার্টিফিকেট পেয়েছে।এয়ারলাইন সেপ্টেম্বর ২০১১ সালে সমস্ত কার্যক্রম স্থগিত করে।

এয়ার সুইডেন এভিয়েশন এবি
আইএটিএ আইসিএও কলসাইন
SNX SNOWFLAKE
প্রতিষ্ঠাকাল২০০৯
কার্যক্রম শেষ২০১১
পরিচালন ঘাঁটিস্টকহোম-আর্লান্ডা বিমানবন্দর
অধীনস্ত কোম্পানিজেই টাইম সুইডেন
বিমানবহরের আকার
প্রধান কার্যালয়স্টকহোম, সুইডেন

বহর[সম্পাদনা]

বেলগ্রেড নিকোলা টেসলা বিমানবন্দরে এয়ার সুইডেন এয়ারবাস এ৩২০ ।
স্টকহোম-আরল্যান্ডা বিমানবন্দরে একটি এয়ার সুইডেন ম্যাকডনেল ডগলাস এমডি-৮০ (২০১০)।
এয়ার সুইডেন বহর
বিমান সেবা আদেশ যাত্রী মন্তব্য
পাইপার পিএ-৩১ নাভাজো - জেই টাইম সুইডেন দ্বারা পরিচালিত
মোট

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]