এম-২১৮ (মিশিগান হাইওয়ে)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

M-218 marker

M-218

পথের তথ্য
দৈর্ঘ্য১৮.১০৮ মা[৪] (২৯.১৪২ কিমি)
অস্তিত্বকালআনু. ১৯৩৬[১]–১৯৬৩[২][৩]
প্রধান সংযোগস্থল
পশ্চিম প্রান্ত: I-৯৬ আই-৯৬, উইক্সোম
প্রধান সংযোগস্থল US ১০ ইউএস-১০, পন্টিয়াক
পূর্ব প্রান্ত:
Bus. US ১০ বিজনেস ইউএস-১০, পন্টিয়াক
অবস্থান
কাউন্টিসমূহওকল্যান্ড
মহাসড়ক ব্যবস্থা
M-২১৭ M-২১৯

এম-২১৮ যুক্তরাষ্ট্রের মিশিগানে অবস্থিত একটি ট্রাঙ্কলাইন মহাসড়ক। রাস্তাটি ১৮.১০৮ মাইল (২৯.১৪২ কি.মি.) লম্বা। রাস্তাটি উইক্সোম এর ইন্টারস্টেট-৯৬ থেকে ওকল্যান্ড কাউন্টির বিজনেস ইউএস-১০ পর্যন্ত বিস্তৃত। এম-২১৮, ১৯৩৬ সালে তৈরী করা হয় এবং ১৯৩৮ সালে এটি পন্টিয়াক পর্যন্ত বাড়ানো হয়। তবে রাস্তাটির নামকরণ ১৯৬৩ সাল নাগাদ রদ করা হয়।

রাস্তার বিবরণ[সম্পাদনা]

রাস্তাটি উইক্সোম এলাকার আই-৯৬ থেকে শুরু হয়, তারপর উইক্সোমের উত্তরদিকের রাস্তা ধরে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে থাকে। বর্তমানে উইক্সোমকে পন্টিয়াক ট্রেইল বলা হয়। ট্রাঙ্কলাইন সড়কটি পন্টিয়াক ধরে চলে ওকল্যান্ড কাউন্টির ওয়ার্ল্ড লেক অতিক্রম করে। সেলভ্যান লেকের উত্তরপূর্বে রাস্তাটি ইউএস-১০ অতিক্রম করে পন্টিয়াক ত্যাগ করে। অবশেষে রাস্তাটি বিজনেস ইউএস-১০ এ গিয়ে সমাপ্ত হয়।[২][৫]

ইতিহাস[সম্পাদনা]

যখন ১৯৩৬ সালে এম-২১৮ কে স্টেট ট্রাঙ্কলাইন ব্যবস্থায় নিয়ে আসা হয়, তখন রাস্তাটি পন্টিয়াকের এম-৫৮ এবং ওয়েস্ট নোভির ইউএস-১৬ এর সংযোগ-সড়ক হিসেবে কাজ করতো।[১] পরবর্তিতে ১৯৩৮ সালে রাস্তাটিকে পন্টিয়াকের ইউএস-১০ পর্যন্ত বাড়ানো হয়।[৬][৭] পরবর্তিতে ১৯৬৩ সাল পর্যন্ত রাস্তাটি ট্রাঙ্কলাইন সড়ক হিসেবে সেবা দিয়ে গেছে।[২][৩]

মূখ্য অংশবিশেষ[সম্পাদনা]

সম্পূর্ণ মহাসড়ক ছিল ওকল্যান্ড কাউন্ট্রি-এ।

অবস্থানমাইলকিঃমিঃগন্তব্যটীকা
উইক্সোম০.০০০০.০০০ I-৯৬  – ল্যান্সিং, ডেট্রয়েটপশ্চিম প্রান্তবিন্দু
পন্টিয়াক১৬.২৩৬–
১৬.২৪৭
২৬.১২৯–
২৬.১৪৭
US ১০ (টেলিগ্রাফ রোড)  – ডেট্রয়েট, ফ্লিন্টবর্তমানে ইউএস-১০
১৮.১০৮২৯.১৪২
Bus. US ১০ (উডওয়ার্ড অ্যাভিনিউ)
বর্তমানে বিজনেস আই-৭৫/বিজনেস ইউএস-২৪
১.০০০ মাঃ = ১.৬০৯ কিঃমিঃ; ১.০০০ কিঃমিঃ = ০.৬২১ মাঃ

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. মিশিগান স্টেট হাইওয়ে ডিপার্টমেন্ট & Rand McNally (জুন ১, ১৯৩৬)। Official Michigan Highway Map (মানচিত্র)। Scale not given (ইংরেজি ভাষায়)। লনসিংগ: মিশিগান স্টেট হাইওয়ে ডিপার্টমেন্ট। §§ L13–M13। ওসিএলসি 12701143 
  2. মিশিগান স্টেট হাইওয়ে ডিপার্টমেন্ট (১৯৬৩)। Official Highway Map (মানচিত্র)। Scale not given (ইংরেজি ভাষায়)। লনসিংগ: মিশিগান স্টেট হাইওয়ে ডিপার্টমেন্ট। §§ L13–M13। ওসিএলসি 12701120 
  3. মিশিগান স্টেট হাইওয়ে ডিপার্টমেন্ট (১৯৬৪)। Official Highway Map (মানচিত্র)। Scale not given (ইংরেজি ভাষায়)। লনসিংগ: মিশিগান স্টেট হাইওয়ে ডিপার্টমেন্ট। §§ L13–M13। ওসিএলসি ১২৭০১১২০, ৮১২১৩৭০৭ 
  4. মিশিগান পরিবহন বিভাগ & সমাধান এবং প্রযুক্তি অংশীদারী শেয়ারকৃতর জন্য মিশিগান কেন্দ্র (২০০৯)। MDOT ফিজিক্যাল রেফারেন্স ফাইন্ডার অ্যাপ্লিকেশন (মানচিত্র)। মিশিগান পরিবহন বিভাগ। সংগ্রহের তারিখ জুলাই ৬, ২০১২ 
  5. গুগল (মার্চ ১২, ২০০৮)। "Overview Map of M-218" (মানচিত্র)। গুগল ম্যাপস। গুগল। সংগ্রহের তারিখ মার্চ ১২, ২০০৮ 
  6. মিশিগান স্টেট হাইওয়ে ডিপার্টমেন্ট & Rand McNally (ডিসেম্বর ১, ১৯৩৭)। Official Michigan Highway Map (মানচিত্র) (Winter সংস্করণ)। Scale not given (ইংরেজি ভাষায়)। লনসিংগ: মিশিগান স্টেট হাইওয়ে ডিপার্টমেন্ট। Detroit & Vicinity অন্তনির্বিষ্ট। ওসিএলসি 12701143 
  7. মিশিগান স্টেট হাইওয়ে ডিপার্টমেন্ট & Rand McNally (মে ১, ১৯৩৮)। Official Michigan Highway Map (মানচিত্র) (Spring সংস্করণ)। Scale not given (ইংরেজি ভাষায়)। লনসিংগ: মিশিগান স্টেট হাইওয়ে ডিপার্টমেন্ট। Detroit & Vicinity অন্তনির্বিষ্ট। ওসিএলসি 12701143 

বহিঃসংযোগ[সম্পাদনা]

রুটের মানচিত্র:

KML is from Wikidata
  • M-218 at Michigan Highways