এমিলি দ্যু শাতলে
এমিলি দ্যু শাতলে | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ১০ সেপ্টেম্বর ১৭৪৯ | (বয়স ৪২)
জাতীয়তা | ফরাসি |
পরিচিতির কারণ | নিউটনের প্রিন্সিপিয়া-র ফরাসি অনুবাদ, প্রাকৃতিক দর্শন যাতে নিউটনীয় পদার্থবিজ্ঞানের সাথে লাইবনিৎসের অধিবিদ্যার সমন্বয় ঘটানো হয়েছে, এবং নিউটনীয় পদার্থবিজ্ঞানের পক্ষে প্রচারণা |
দাম্পত্য সঙ্গী | মার্কি ফ্লোরঁ-ক্লোদ দ্যু শাস্তলে-লোমোঁ (বি. ১৭২৫) |
সঙ্গী | ভলতেয়ার (১৭৩৩–১৭৪৯) |
সন্তান |
|
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | |
যাদের দ্বারা প্রভাবিত হয়েছেন | আইজাক নিউটন, গটফ্রিড লাইবনিৎস, উইলেম এস গ্রাভেসান্ডে |
স্বাক্ষর | |
গাব্রিয়েল এমিলি ল্য তনলিয়ে দ্য ব্র্যতই, মার্কিজ দ্যু শাতলে (Gabrielle Émilie Le Tonnelier de Breteuil, Marquise du Châtelet; ফরাসি উচ্চারণ: [emili dy ʃɑtlɛ] (; ১৭ই ডিসেম্বর, ১৭০৬–১০ই সেপ্টেম্বর, ১৭৪৯) একজন ফরাসি প্রাকৃতিক দার্শনিক ও গণিতবিদ ছিলেন। তিনি ফরাসি ভাষায় আইজাক নিউটনের ১৬৮৭ সালে প্রকাশিত প্রিন্সিপিয়া ম্যাথেমাল্যাটিকা গ্রন্থটি অনুবাদ ও টীকাভাষ্য রচনার জন্য স্মরণীয় হয়ে আছেন। অনুবাদটি ১৭৫৬ খ্রিস্টাব্দে শাতলে-র মৃত্যুর পরে প্রকাশিত হয় এবং আজও এটি প্রিন্সিপিয়া-র আদর্শ অনুবাদ হিসেবে পরিগণিত হয়। এমিলি তাঁর টীকাভাষ্যের মাধ্যমে নিউটনীয় চিরায়ত বলবিজ্ঞানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখেন, যা হল সামগ্রিক শক্তির সংরক্ষণ সূত্র, যার মধ্যে একটি উপাদান হল গতিশক্তি। এই অনুকল্পের মাধ্যমে তিনি শক্তির ধারণার পাশাপাশি কোনও বস্তুর ভর ও গতিবেগের সাথে শক্তির পরিমাণবাচক সম্পর্কও নির্ণয় করেন। )
এমিলি-র সেরা দার্শনিক রচনাকর্মটি হল আঁস্তিত্যুসিওঁ দ্য ফিজিক (Institutions de Physique, প্যারিস, ১৭৪০) অর্থাৎ "পদার্থবিজ্ঞানের ভিত্তি"। গ্রন্থটি ব্যাপক প্রচার ও প্রসার লাভের পাশাপাশি তপ্ত বিতর্কের জন্ম দেয়। পুনঃপ্রকাশের পাশাপাশি প্রথম প্রকাশের দুই বছরের মধ্যে এটি অন্যান্য বেশ কিছু ভাষায় অনূদিত হয়। এমিলি বিখ্যাত ভিস ভিভা বিতর্কে অংশগ্রহণ করেন, যার আলোচ্য বিষয় ছিল কীভাবে কোনও বস্তুর বল পরিমাপ করা যায় এবং সংরক্ষণ সূত্রগুলি সম্পর্কে চিন্তা করার সেরা পন্থাগুলি কী। মৃত্যুর পরে এমিলির ধারণাগুলি ফরাসি আলোকোদ্ভাসন যুগের সবচেয়ে বিখ্যাত আকরগ্রন্থ দ্যনি দিদেরো-র অঁসিক্লোপেদি-তে ব্যাপকভাবে স্থান পায়।
শাতলে-র জীবন ও কর্মের উপরে তাঁর মৃত্যুর পরে বহু জীবনী, গ্রন্থ ও নাটক রচিত হয়েছে। ২১শ শতকের শুরুতে এসে তাঁর জীবন ও ধারণাগুলি নিয়ে পুনরায় আগ্রহের সৃষ্টি হয়।
এমিলি দ্যু শাতলে-র সাথে লেখক ও দার্শনিক ভলতেয়ারের বহু বছর ধরে প্রণয় ছিল।
- ফরাসি গণিতবিদ
- ১৭০৬-এ জন্ম
- ১৭৪৯-এ মৃত্যু
- ১৮শ শতকের ফরাসি গণিতবিদ
- ১৮শ শতকের দার্শনিক
- ১৮শ শতকের ফরাসি দার্শনিক
- ফরাসি নারী দার্শনিক
- ১৮শ শতকের ফরাসি বিজ্ঞানী
- ১৮শ শতকের ফরাসি নারী বিজ্ঞানী
- ১৮শ শতকের ফরাসি লেখিকা
- ১৮শ শতকের ফরাসি লেখক
- প্যারিসের বিজ্ঞানী
- ফরাসি মার্কিজপত্নী
- অঁসিক্লোপেদি (১৭৫১-১৭৭২)-এ অবদানকারী
- ফরাসি নারী বিজ্ঞানী
- নারী বিশ্বকোষ রচয়িতা
- ফরাসি নারী গণিতবিদ
- সন্তান জন্মদানকালে মৃত্যু
- ফুসফুসীয় ধমনীতে প্রতিবন্ধকের কারণে মৃত্যু
- ১৮শ শতকের ফরাসি অনুবাদক
- লাতিন-ফরাসি অনুবাদক
- কাব্যলক্ষ্মী
- ১৮শ শতাব্দীর দার্শনিক
- ১৮শ শতাব্দীর ফরাসি লেখক
- ফরাসি পদার্থবিজ্ঞানী
- ফরাসি নারী পদার্থবিজ্ঞানী
- আয়ারল্যান্ড ক্রিকেট দলের কোচ