এনামূল হক পলাশ
এনামূল হক পলাশ | |
---|---|
![]() কবি এনামূল হক পলাশ | |
জন্ম | ২৬ জুন, ১৯৭৭ |
উল্লেখযোগ্য কর্ম | অস্তিত্বের জন্য যুদ্ধ চাই |
আন্দোলন | ভাসান পানি আন্দোলন |
পিতা-মাতা |
|
এনামূল হক পলাশ (জন্ম: ২৬ জুন, ১৯৭৭) বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গল্পকার ও শিশু সাহিত্যিক।[১] তিনি বামপন্থী বিপ্লবী রাজনৈতিক ধারার একজন কর্মী ছিলেন । তিনি অন্তরাশ্রম নামে একটি পত্রিকা সম্পাদনা করেন এবং একই নামে একটি সাংস্কৃতিক সংগঠন পরিচালনা করেন।
এনামূল হক পলাশের কবিতা 'সরল বয়ানে ক্ষত-বিক্ষত জীবনকে তুলে ধরে, সর্বনাশা সময়ে দাঁড়িয়ে তিনি জীবনের অখন্ড অনুভবকে তুলে ধরেন, এটাই তার স্টাইল। তার কবিতার ক্ষুদ্র ক্ষুদ্র পঙক্তিগুলো কবির মুখ ও মানবের জীবনের আয়না।[২] একেবারে নিজস্ব ব্যক্তিগত বোধ থেকে শুরু করে সামাজিক সমস্যা পর্যন্ত সব কিছুর মর্ম অনুধাবন তার কবিতায় ফুটে উঠেছে।[৩] সমকালীন সমাজ, বিশ্ব রাজনীতি, ঐতিহাসিক পরমার্থ, সসীম মানুষের অসহায়ত্ব, আধুনিক শিল্পীর অন্ধত্ব ও কৃষকের দুরবস্থাকে অতিক্রম করে এই লেখক মানবজীবনের সফলতার স্তব বর্ণনা করেছেন।[৪]
জন্ম ও শৈশব[সম্পাদনা]
এনামূল হক পলাশ ১৯৭৭ সালের ২৬ জুন নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার বাদে চিরাম গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তাঁর পৈত্রিক নিবাস একই উপজেলার বামনগাঁও গ্রামে।[৫]
কর্মজীবন[সম্পাদনা]
২০১৬ খ্রিস্টাব্দে কবি নির্মলেন্দু গুণ প্রতিষ্ঠিত নেত্রকোনা জেলার মালনী অঞ্চলে বিশ্ব কবিতার আবাসস্থল বা হোম অব ওয়ার্লড পয়েট্রি খ্যাত “কবিতাকুঞ্জ” প্রতিষ্ঠার প্রারম্ভকাল থেকে অবকাঠামো গঠনের সাথে সংযুক্ত ছিলেন এবং উক্ত প্রতিষ্ঠানের প্রথম পরিচালক হিসেবে গুণ কর্তৃক নিযুক্ত আছেন। ২০১৭ সালে কবি, লেখক ও সংস্কৃতিকর্মীদের ব্যবহারের জন্য তিনি নেত্রকোনা শহরের মালনী এলাকায় প্রতিষ্ঠা করেছেন “অন্তরাশ্রম” নামে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান।[৬]
প্রকাশিত গ্রন্থসমূহ[সম্পাদনা]
কাব্যগ্রন্থসমূহ[সম্পাদনা]
- অস্তিত্বের জন্য যুদ্ধ চাই,
- জীবন এক মায়াবী ভ্রমণ,
- অন্ধ সময়ের ডানা,
- অন্তরাশ্রম,
- মেঘের সন্ন্যাস,
- পাপের শহরে,
- জল ও হিজল,
- তামাশা বাতাসে পৃথিবী,
- অখন্ড জীবনের পাঠ,
- লাবণ্য দাশ এন্ড কোং[৫]
শিশুতোষ কবিতার বই[সম্পাদনা]
- বইয়ের পাতায় ফুলঝুরি,
- কলমিলতার ফুল
- মগড়া নদীর বাঁকে
গবেষণাগ্রন্থ[সম্পাদনা]
- ভূমি ব্যবস্থাপনার সরল পাঠ
অনুবাদ গ্রন্থ[সম্পাদনা]
- ধর্ম বিশ্বাস আখ্যানের মতো সুন্দর,
- মু - আল্লাক্বা, ইমরুল কায়েসের কবিতা
সংক্রান্ত পুস্তকসমূহ[সম্পাদনা]
- আশ্রম পাখির মায়াপথ, সম্পাদনা বারীণ ঘোষ, মোর্শেদ শেখ, যুবা রহমান ও শিমুল মিলকী সম্পাদিত,
- Crossing forty nights by Pratyusha Sarkar
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ অনিকেত শামীম সম্পাদিত, বাংলাদেশের লেখক বাংলাদেশের লিটলম্যাগ, লোক, ঢাকা, পরিবর্ধিত সংস্করণ ফেব্রুয়ারি ২০১৬, পৃষ্ঠা ৩০
- ↑ আবদুর রাজ্জাক,নেত্রকোনার সাহিত্য-সংস্কৃতির ইতিহাস, নেত্রকোণা জেলা প্রশাসন, প্রথম প্রকাশ ফেব্রুয়ারি ২০২০, পৃষ্ঠা ২৮২
- ↑ সরকার, যতীন (২০১৮)। ঘোষ, বারীণ; শেখ, মোর্শেদ; রহমান, যুবা, সম্পাদকগণ। আশ্রম পাখির মায়াপথ। আশ্রম পাখির মায়াপথ। ময়মনসিংহ: স্মারক প্রকাশনা। পৃষ্ঠা ১০।
- ↑ সরকার, মতীন্দ্র (২০১৮)। ঘোষ, বারীণ; শেখ, মোর্শেদ; রহমান, যুবা, সম্পাদকগণ। আশ্রম পাখির মায়াপথ। আশ্রম পাখির মায়াপথ। ময়মনসিংহ: স্মারক প্রকাশনা। পৃষ্ঠা ১৩-১৪।
- ↑ ক খ আহমেদ ফিরোজ সম্পাদিত;শূন্য দশকের লেখক অভিধান; মেঘ, ঢাকা; ফেব্রুয়ারি, ২০১৬; পৃষ্ঠা- ৩১
- ↑ ওয়াহিদ, পলিয়ার (২০২১-০৬-২৬)। "অন্তরাশ্রমের কবি এনামূল হক পলাশের ৪৪তম জন্মদিন"। বাংলাদেশ জার্নাল। ঢাকা: আনোয়ার হোসেন খান। সংগ্রহের তারিখ ২০২২-০২-২৬।