বিষয়বস্তুতে চলুন

এদিসিওঁ গায়িমার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এদিসিওঁ গায়িমার
প্রতিষ্ঠাকাল৩১ মে ১৯১১; ১১৩ বছর আগে (1911-05-31)
প্রতিষ্ঠাতাGaston Gallimard
দেশফ্রান্স
সদরদপ্তরপ্যারিস
প্রধান ব্যক্তিAntoine Gallimard (CEO)
প্রকাশনাBooks, Magazines
অধীনস্থ বাণিজ্যিক নামBibliothèque de la Pléiade, Denoël, Flammarion, Gallimard Jeunesse, Mercure de France, Série noire
ওয়েবসাইটwww.gallimard.fr

এদিসিওঁ গায়িমার (ফরাসি: Éditions Gallimard ) ফ্রান্সের একটি শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান। ১৯১১ সালে প্রকাশক গাস্তোঁ গায়িমার, সাহিত্যিক অঁদ্রে জিদ ও জঁ শ্লুমবের্জে এটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে (২০২০ সালে) পারিবারিক এই প্রতিষ্ঠানটি পরিচালনায় আছেন গাস্তোঁ-র পৌত্র অঁতোয়ান গায়িমার।

আলবেয়ার কাম্যু, অঁতোয়ান সাঁতেগজ্যুপেরি এবং জেকে রাওলিং (ফরাসি অনুবাদ) এই প্রকাশনীর তিন সর্বাধিক বিক্রীত লেখক। এছাড়া সালমাম রুশদি, রোয়াল্ড ডাল, জর্জ অরওয়েল, পাবলো নেরুদা, জ্যাক কেরুয়াক, জন স্টাইনবেক, মার্সেল প্রুস্তসহ আরও অনেক গুরুত্বপূর্ণ ফরাসিভাষী ও অন্যান্য ভাষাভাষী লেখকদের বইয়ের ফরাসি সংস্করণ গায়িমার প্রকাশ করে থাকে। গায়িমার এ পর্যন্ত ৩৮ জন নোবেল পুরস্কার বিজয়ী সাহিত্যিক এবং ৩৬ জন প্রি গোঁকুর (ফ্রান্সের সবচেয়ে মর্যাদাবাহী সাহিত্য পুরস্কার) বিজয়ী সাহিত্যিকের গ্রন্থ প্রকাশ করেছে। ২০১০ সালে প্রকাশনীটি ২৩ কোটি ইউরো সমমূল্যের বই বিক্রয় করে। এখানে প্রায় ১০০০ কর্মী চাকুরি করেন।