এতেতে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এতেতে হলেন ইথিওপিয়ার কাফফায় পূজিত উর্বরতার দেবী। তাঁকে ভার্জিন মেরির খ্রিস্টান কাল্টের অঙ্গীভূত করা হয়। কিন্তু সম্ভবত তাঁর সঙ্গে উর্বরতা-সংক্রান্ত একটি প্রাচীন মেয়েলি প্রথার সম্পর্ক রয়েছে। এই প্রথায় মেয়েরা পবিত্র লতাপাতা সংগ্রহ করে নদীতে নিক্ষেপ করে। উৎসবটি আস্তার ইয়ো মারিয়াম (এপিফেনি অফ মেরি) নামে পরিচিত।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Encyclopedia of Gods, Michael Jordan, Kyle Cathie Limited, 2002