বিষয়বস্তুতে চলুন

এডওয়ার্ড ম্যানভিল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

স্যার এডওয়ার্ড ম্যানভিল (পূর্বে মোসলি, [] ২৭ সেপ্টেম্বর ১৮৬২, প্যাডিংটন - ১৭ মার্চ ১৯৩৩, লন্ডন) এম.ইনস্ট. ইই, একজন ব্রিটিশ পরামর্শদাতা বৈদ্যুতিক প্রকৌশলী, শিল্পপতি এবং রাজনীতিবিদ ছিলেন।

এডওয়ার্ড ম্যানভিল ১৯০৯

স্থানীয় এবং বিদেশী প্রকল্পের জন্য বৈদ্যুতিক প্রকৌশল পরামর্শদাতা হিসেবে সফল কর্মজীবনের পর,[] ম্যানভিল ১৯০৫ থেকে ১৯৩৩ সাল পর্যন্ত ডেইমলার মোটর কোম্পানির, পরে ডেইমলার কোম্পানির চেয়ারম্যান হন। তিনি ১৯২৭ থেকে ১৯২৮ সাল পর্যন্ত বেয়ার্ড টেলিভিশন ডেভেলপমেন্ট কোম্পানি সহ আরও বেশ কয়েকটি কোম্পানির চেয়ারম্যান ছিলেন। তিনি ১৯১৮ থেকে ১৯২৩ সাল পর্যন্ত কভেন্ট্রির সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

  1. Room 2010, পৃ. 311।
  2. Times staff 1933, পৃ. 12।

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]
যুক্তরাজ্যের সংসদ (১৮০১বর্তমান)
পূর্বসূরী
David Marshall Mason
Member of Parliament for Coventry
19181923
উত্তরসূরী
A. A. Purcell