এঙ্গেলসবার্গ লৌহ কারখানা
ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান | |
---|---|
![]() | |
মানদণ্ড | সাংস্কৃতিক: ৪ |
সূত্র | ৫৫৬ |
তালিকাভুক্তকরণ | ১৯৯৩ (সপ্তদশতম সভা) |
এঙ্গেলসবার্গ লৌহ কারখানা সুইডেনের ভেস্তম্যানলান্ডে ফাগেরস্তা পৌরসভায় অধীনস্থ অ্যাঞ্জেলসবার্গ নামক গ্রামে অবস্থিত একটি লৌহ কারখানা। পের লারসন গিলেনহুক (১৬৪৫ - ১৭০৬) ১৬৮১ সালে এটি প্রতিষ্ঠা করেন ও সপ্তদশ থেকে অস্টদশ শতাব্দীর মধ্যে বিশ্বের অন্যতম আধুনিক লৌহ কারখানা হিসেবে গড়ে তোলেন। এটি ১৯৯৩ সাল থেকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে নথিভূক্ত।
নাম[সম্পাদনা]
এঙ্গেলসবার্গ লৌহ কারখানা নাম এঙ্গেলিকার নামে রাখা হয়। ওনার জন্ম জার্মানিতে এবং উনি চতুর্দশ শতাব্দী থেকে এঙ্গেলসবার্গ-এ লোহা তৈরী করছেন।[১]
ইতিহাস[সম্পাদনা]
এই অঞ্চলে নূনতম ত্রয়োদশ শতাব্দী থেকে লোহা উৎপাদন করা হচ্ছে। স্থানীয় চাষীরা নিজেরাই আকরিক খনন করে প্রাচীন চুল্লিতে লোহা উৎপাদন করতেন। [২]
ষষ্ঠদশ শতাব্দীর শেষের দিক থেকে আধুনিক পদ্ধতি চালু করা হয় এবং তার পর থেকে উৎপাদন বাড়তে থাকে। [২]
বর্ণনা[সম্পাদনা]
সংরক্ষিত ভবনগুলির মধ্যে একটি প্রাসাদ, পরিদর্শকের বাড়ি এবং বিস্ফোরিত অগ্নিকুন্ড সমেত একটি ধাতু বিগলন কেন্দ্র আছে।[২]
ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান[সম্পাদনা]
এঙ্গেলসবার্গ লৌহ কারখানা একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। ১৯৯৩ সালে এটি নথিভূক্ত করা হয়।[৩] ইউনেস্কো থেকে মন্তব্য করা হয় -
“ | Sweden's production of superior grades of iron made it a leader in this field in the 17th and 18th centuries. This site is the best-preserved and most complete example of this type of Swedish ironworks. | ” |
(সুইডেনের উন্নত মানের লোহা উৎপাদন ক্ষমতা ওদের সপ্তদশ ও অষ্টদশ শতাব্দীতে এই বিভাগে অগ্রণী বানিয়েছিল। এই প্রকার সুইডিশ লৌহ কারখানার সবথেকে ভালো সংরক্ষিত ও সম্পন্ন নমুনা এখানে দেখা যায়।)
চিত্রশালা[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]