এক্সট্রিম রুলস (২০০৯)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এক্সট্রিম রুলস (২০০৯)
প্রোমোশনাল পোস্টারে রে মিস্টেরিও
উদ্বোধনী সঙ্গীত"You're Going Down" by Sick Puppies[১]
বিবরণ
সংস্থাওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট
ব্র্যান্ড
স্ম্যাকডাউন
ইসিডব্লিউ
পৃষ্ঠপোষকএটি&টি
তারিখজুন ৭, ২০০৯
মাঠনিউ অরলিন্স এরেনা
শহরনিউ অরলিন্স, লুইসিয়ানা
দর্শক সংখ্যা৯,১২৪[২]
প্রতি-দর্শনে-পরিশোধ-এর কালানুক্রমিক
জাজমেন্ট ডে (২০০৯) দ্য ব্যাশ
এক্সট্রিম রুলস-এর কালানুক্রমিক
প্রথম এক্সট্রিম রুলস (২০১০)

এক্সট্রিম রুলস (২০০৯) হলো পেশাদারি কুস্তির একটি পে-পার-ভিউ ইভেন্ট যেটি ডাব্লিউডাব্লিউই কর্তৃক আয়োজিত হয়। এটি জুন ৭, ২০০৯ সালে নিউ অরলিন্স, লুইসিয়ানার নিউ অরলিন্স এরেনা তে অনু্ষ্ঠিত হয়। এটি এটি&টি দ্বারা পরিবেশিত হয়। এটি এক্সট্রিম রুলস নামে প্রথম ইভেন্ট ছিল। যেটি ডাব্লিউডাব্লিউই ওয়ান নাইট স্ট্যান্ড এর সরাসরি ক্রমানুযায়ী অনু্ষ্ঠিত হয়েছিল।[৩][৪]

মেইন ইভেন্টে জেফ হার্ডি একটি ল্যাডার ম্যাচে এজকে হারিয়ে নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়। কিন্তু সিএম পাংক তার মানি ইন দ্য ব্যাংক ব্রিফকেস ক্যাশ ইন করে নতুন চ্যাম্পিয়ন হয়। এছাড়াও অন্য দুটি মূল ম্যাচ অনু্ষ্ঠিত হয়। একটি স্টিল কেইজ ম্যাচ যেটি হয় চ্যাম্পিয়ন রেন্ডি অরটন এবং বাতিস্তার মধ্যে। এবং সাবমিশন ম্যাচ যেটি হয় জন সিনা এবং বিগ শোর মধ্যে।[৫]

ইভেন্ট[সম্পাদনা]

অন্ধকার ম্যাচ[সম্পাদনা]

অনুষ্ঠানটি লাইভ হওয়ার পূর্বে দর্শকরা একটি অন্ধকার ম্যাচের সাক্ষী হয়। ম্যাচটি হয় মিকি জেমস এবং কেলি কেলির টিমের সাথে বেথ ফোইনিক্স ও তার স্টোরিলাইনে প্রশিক্ষণরত অবস্থায় থাকা রেসলার রোজা মেন্ডিস। শেষ দিকে মিকি জেমস মেন্ডিস কে পিন করে ম্যাচ জিতে।

প্রাথমিক ম্যাচসমূহ[সম্পাদনা]

অনুষ্ঠানটি ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশীপের জন্য ফেটাল-৪-ওয়ে ম্যাচের মাধ্যমে শুরু হয়। যেখানে কফি কিংস্টন তার টাইটেলটি ম্যাট হার্ডি, উইলিয়াম রিগ্যাল এবং এমভিপি'র বিপক্ষে ডিফেন্ড করে। শেষ দিকে রিগ্যাল কে "Trouble In Paradise" হিট করে ম্যাচ জিতে তার টাইটেল রিটেইন করে কফি।[৬]

ক্রিস জেরিকো হয় রেকর্ড ভাঙ্গা ৯ বারের ডাব্লিউডাব্লিউই ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন.

এরপরের ম্যাচ হয় নো হোল্ডস ব্যারেড ম্যাচ। যেটিতে রে মিস্টেরিও তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশীপ ক্রিস জেরিকোর বিপক্ষে ডিফেন্স করে। শেষ দিকে মিস্টেরিও জেরিকোকে 619 Kick দেয়ার চেষ্টা করলে জেরিকো মিস্টেরিও'র মাস্ক খুলে ফেলতে যায় এবং তাকে বিভ্রান্ত করে তাড়াতাড়ি পিন করে এবং ম্যাচ জিতে যায়।

এরপর সিএম পাংক এবং উমাগা সামোয়ান স্ট্রাপ ম্যাচে মুখোমুখি হয়। যেখানে তাদের ম্যাচ জিততে হলে রিংয়ের প্রত্যেকটি কোণ স্পর্শ করতে হবে। খুব দ্রুত পাংক তিনটি কোণ স্পর্শ করে। উমাগা বাধা প্রদান করলে পাংক তাকে টপ রোপ থেকে নিচে ফেলে দেয়। পাংক এরপর আবার তিনটি কোণ স্পর্শ করে। এরপর উমাগা কে "Go To Sleep" হিট করে চতুর্থ কোণ ছুয়ে ম্যাচ জিতে যায়।

এরপরের ম্যাচ হয় ইসিডাব্লিউ চ্যাম্পিয়নশীপ এর জন্য একটি ট্রিপল থ্রেট ম্যাচ টমি ড্রিমার, জ্যাক সোয়েগার এবং ক্রিশ্চিয়ানের মধ্যে। রিংয়ের চারপাশে হাতিয়ার রাখা হয়। ম্যাচের একপর্যায়ে সোয়েগার ক্রিশ্চিয়ান কে "Powerbomb" দেয় এবং ড্রিমার কে "Superplex" দেয়। তখন ড্রিমার তাকে "DDT" হিট করে ম্যাচ এবং টাইটেল জিতে।

এরপরের ম্যাচ হয় হগ পেন ম্যাচ জেনারেল ম্যানেজার ভিকি গুয়েররো এবং সান্তিনা মারেলার মধ্যে (মূলত সান্তিনো মারেলা যে বলে সে তার যমজ বোন) গুয়েররোর মিস রেসলম্যানিয়া টাইটেলের জন্য। ম্যাচ শুরুর আগে ঘোষণা করা হয় তার ভাতিজা শাভো গুয়েররো তার পক্ষে খেলবে। ম্যাচ শেষ হয় যখন মারেলা শাভো কে নকআউট করে এবং ভিকি কে পিন করে ম্যাচ ও মিস রেসলম্যানিয়া টাইটেল জিতে।

ব্যাকস্টেজে দেখা যায় ভিকির স্টোরিলাইনের স্বামী এজ তার জন্য অপেক্ষা করছে। এজ এবং ভিকির মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে এজ ভিকিকে তালাক দেয়।

মূল ম্যাচসমূহ[সম্পাদনা]

সিএম পাংক যে জেফ হার্ডির উপর ক্যাশ ইন কে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশীপ জিতে যেটি হার্ডি সদ্য এজ কে হারিয়ে জিতেছিল

এরপরের ম্যাচে রেন্ডি অরটন তার ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশীপ টাইটেলটি বাতিস্তার বিপক্ষে একটি স্টিল কেইজ ম্যাচে ডিফেন্ড করে। অরটন অনেকবার কেইজ থেকে বের হওয়ার চেষ্টা করে কিন্তু বাতিস্তা তাকে আটকায় এবং একটি "Batista Bomb" হিট করার চেষ্টা করে কিন্তু অরটন তখন "RKO" হিট করে। এরপর সে কেইজ এর উপর উঠে বের হওয়ার চেষ্টা করলে বাতিস্তা তাকে আটকিয়ে "Batista Bomb" হিট করে ম্যাচ ও প্রথমবারের মতো টাইটেলটি জিতে।[৭]

এরপর জন সিনা এবং বিগ শো একটি সাবমিশন ম্যাচে মুখোমুখি হয়। ম্যাচের শুরুতে সিনা "Heavy Punch", "Headbutt", "Full Nelson" হিট করে। এবং সিনাকে সাবমিশন লক করতে যায় কিন্তু সিনা তা ছাড়িয়ে নেয়। এরপর শো সিনাকে "Chokeslam" দেয়ার চেষ্টা করলে সিনা তাকে "Attitude Adjustment" হিট করে এবং "STF" লক করার চেষ্টা করে কিন্তু বিগ শো'র শরীরের জন্য তা ঠিকভাবে ধরতে পারে না। এরপর সিনা দড়ির সাথে শো'র পা বেধেঁ তাকে "Sleeper Hold" লক করে এবং শো ট্যাপআউট করে ও ম্যাচ জিতে সিনা।

মেইন ইভেন্টে এজ তার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশীপ টাইটেলটি জেফ হার্ডির বিপক্ষে ডিফেন্ড করে একটি ল্যাডার ম্যাচে। ম্যাচের শেষ দিকে এজ ল্যাডারে উঠার চেষ্টা করলে হার্ডি তার পা টেনে ধরে ল্যাডারের মাঝে আটকে রাখে এবং ল্যাডারে উঠে টাইটেলটি নিয়ে নেয় এবং নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়।

ম্যাচ শেষ হওয়ার পর হার্ডি তার জয় উদ্‌যাপন করলে সিএম পাংক তার মানি ইন দ্য ব্যাংক ব্রিফকেস নিয়ে আসে। এবং সদ্য জেতা হার্ডির উপর তা ক্যাশ ইন করে। ম্যাচ শুরু হওয়ার সাথে সাথে পাংক হার্ডিকে দুইটি "GTS" হিট করে এবং ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশীপ টাইটেলটি দ্বিতীয়বারের মতো জিতে।

ফলাফল[সম্পাদনা]

নং. ফলাফল শর্তাধীন বিষয় সময়
কেলি কেলি এবং মিকি জেমস হারিয়েছে বেথ ফোইনিক্স এবং রোজা মেন্ডিস কে ট্যাগ টিম ম্যাচ ১৫:২৪
কফি কিংস্টন (চ) হারিয়েছে ম্যাট হার্ডি, এমভিপি এবং উইলিয়াম রিগ্যাল কে[৮] ফেটাল-৪-ওয়ে ম্যাচ ডাব্লিউডাব্লিউই ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশীপের জন্য ৬:৪২
ক্রিস জেরিকো হারিয়েছে রে মিস্টেরিও (চ) কে[৯] নো হোল্ডস ব্যারেড ম্যাচ ডাব্লিউডাব্লিউই ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশীপের জন্য ১৪:৪৩
সিএম পাংক হারিয়েছে উমাগা কে[১০] সামোয়ান স্ট্রাপ ম্যাচ ০৮:৫৯
টমি ড্রিমার হারিয়েছে জ্যাক সোয়েগার এবং ক্রিশ্চিয়ান (চ) কে[১১] ট্রিপল থ্রেট হার্ডকোর ম্যাচ ইসিডাব্লিউ চ্যাম্পিয়নশীপ এর জন্য ০৯:৩৮
সান্তিনা মারেলা হারিয়েছে শাভো গুয়েররো এবং ভিকি গুয়েররো (চ) কে[১২] হ্যান্ডিক্যাপ হগ প্যান ম্যাচ মিস রেসলম্যানিয়া টাইটেলের জন্য ০২:৪৩
বাতিস্তা হারিয়েছে রেন্ডি অরটন (চ) কে[১৩] স্টিল কেইজ ম্যাচ ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ এর জন্য ০৭:০৩
জন সিনা হারিয়েছে বিগ শো কে[১৪] সাবমিশন ম্যাচ ১৯:০৬
জেফ হার্ডি হারিয়েছে এজ (চ) কে[১৫] ল্যাডার ম্যাচ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশীপ এর জন্য ২০:০৭
১০ সিএম পাংক হারিয়েছে জেফ হার্ডি (চ) কে
এটি পাংকের ক্যাশ ইন ম্যাচ
সিঙ্গেল ম্যাচ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশীপ এর জন্য ০১:০২
  • (চ) – ম্যাচে চ্যাম্পিয়ন হিসেবে প্রবেশকারীকে নির্দেশ করে
  • অন্ধকার ম্যাচকে নির্দেশ করে

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Sick Puppies News"Sick Puppies। সংগ্রহের তারিখ ২০০৯-০৫-১৮You're Going Down, which is being used by the WWE as the theme song in its promotional spots from May 17 through June 15 for the Extreme Rules Pay Per View broadcast. 
  2. "Extreme Rules"। Pro Wrestling History। সংগ্রহের তারিখ ২০০৯-১০-২৫ 
  3. The Big Book of Wrestling (May 2009). "55 Great Moments in Pay Per View." WWE Magazine Special Issue.
  4. "WWE Extreme Rules History"World Wrestling Entertainment। ২০০৯। সংগ্রহের তারিখ ২০১০-০৪-২৫ 
  5. "WWE Extreme Rules Matches"World Wrestling Entertainment। ২০০৯-০৫-২১। ২০১০-০৪-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৫-২১ 
  6. Caldwell, James (২০০৯-০৬-০৭)। "WWE Extreme Rules PPV Report"Pro Wrestling Torch। সংগ্রহের তারিখ ২০০৯-০৬-০৮ 
  7. Keller, Wade (২০০৯-০৬-০৭)। "Keller's take on Extreme Rules"। Pro Wrestling Torch। সংগ্রহের তারিখ ২০০৯-০৬-০৮ 
  8. "United States Champion Kofi Kingston wins Fatal Four Way Match"WWE। জুন ৭, ২০০৯। সংগ্রহের তারিখ জুন ৩, ২০১২ 
  9. "Chris Jericho def. Rey Mysterio in No Holds Barred Match (New Intercontinental Champion)"WWE। জুন ৭, ২০০৯। সংগ্রহের তারিখ জুন ৩, ২০১২ 
  10. "CM Punk def. Umaga (Samoan Strap Match)"WWE। জুন ৭, ২০০৯। সংগ্রহের তারিখ জুন ৩, ২০১২ 
  11. "Tommy Dreamer def. Christian & Jack Swagger in Triple Threat Hardcore Rules Match (New ECW Champion)"WWE। জুন ৭, ২০০৯। সংগ্রহের তারিখ জুন ৩, ২০১২ 
  12. "Santina Marella def. Vickie Guerrero in Hog Pen Match (New Miss WrestleMania)"WWE। জুন ৭, ২০০৯। সংগ্রহের তারিখ জুন ৩, ২০১২ 
  13. "Batista def. Randy Orton in Steel Cage Match (New WWE Champion)"WWE। জুন ৭, ২০০৯। সংগ্রহের তারিখ জুন ৩, ২০১২ 
  14. "John Cena def. Big Show (Submission Match)"WWE। জুন ৭, ২০০৯। সংগ্রহের তারিখ জুন ৩, ২০১২ 
  15. "Jeff Hardy def. Edge; CM Punk cashes in Money in the Bank to become new World Heavyweight Champion"WWE। জুন ৭, ২০০৯। সংগ্রহের তারিখ জুন ৩, ২০১২