একটি তুলসী গাছের কাহিনী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
"একটি তুলসী গাছের কাহিনী"
লেখকসৈয়দ ওয়ালীউল্লাহ
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
বর্গছোটগল্প
প্রকাশিত হয়দুই তীর ও অন্যান্য গল্প (১৯৬৫)
প্রকাশনার ধরনছোটগল্প সংকলন
প্রকাশনার তারিখ১৯৬৫
পূর্ববর্তী রচনা"দুই তীর"
পরবর্তী রচনা"পাগড়ি"

"একটি তুলসী গাছের কাহিনী" সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত বাংলা ছোটগল্প। ১৯৪৭ সালে ভারত বিভাজনের পর পরিত্যক্ত একটি হিন্দু বাড়ি কিছু মুসলমান যুবকের দ্বারা দখলকৃত হবার ঘটনাকে কেন্দ্র করে এর কাহিনী রচিত হয়েছে।[১] ওয়ালীউল্লাহ নিজেই "দ্য টেল অব দ্য তুলসী ট্রি" শিরোনামে গল্পটি ইংরেজিতে অনুবাদ করেন। নিয়াজ জামান কর্তৃক অনূদিত ও সম্পাদিত দ্য এসকেপ অ্যান্ড আদার স্টোরিজ অফ ১৯৪৭ সংকলনে "এসকেপ" শিরোনামে গল্পটি মুদ্রিত হয়েছে।[২]

কাহিনীসংক্ষেপ[সম্পাদনা]

দেশভাগের সময়ে কলকাতা থেকে উদ্বাস্তুর মত একদল চাকরিজীবী পূর্ব বঙ্গে (বর্তমান : বাংলাদেশ) আসে। এসে একটি পরিত্যক্ত বাড়ি দখল করে। তারা ভাগ্যবান বলে একটি পরিত্যক্ত বাড়ি দখল করে। অন্যান্য উদ্বাস্তুরা এটা দেখে আফসোস করে। অতঃপর একদিন তাদের দখলকৃত বাড়ি উদ্ধারে পুলিশ আসে। তাদের বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয়। তারা সংকল্পবদ্ধ হয়, তারা বাড়ি ছাড়বে না।

একদিন তাদের একজনের চোখে একটি তুলসী গাছ পড়ে। তুলসী গাছকে 'হিন্দুয়ানী'র প্রতীক ধরা হয়। তাদের কেউ কেউ তুলসী গাছটি মূলোৎপাটন করার কথা বলে। কিন্তু, তারা মূলোৎপাটন করতে পারে না । উপরন্তু,তারাই গোপনে গোপনে গাছটির যত্ন নেয়।

একদিন তাদের সবাইকে বাড়ি ছেড়ে চলে যেতে হয়। সরকার বাড়িটি রিকুইজিশন করে। আর,শুকিয়ে যাওয়া খয়েরি রঙের তুলসী গাছটি থেকে যায় বাড়িটিতে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. দিলরুবা, লীনা (১৩ জুন ২০১৭)। "সৈয়দ ওয়ালীউল্লাহ 'স্তন' ও 'একটি তুলসী গাছের কাহিনী'"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১১ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২৩ 
  2. "দুই তীর" (ইংরেজি ভাষায়)। সৈয়দ ওয়ালীউল্লাহ। ৮ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২৩