এএমএ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এএমএ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
নীতিবাক্য"Never rest on one's laurels"
ধরনবেসরকারী
স্থাপিত২০০২ সালের ১ সেপ্টেম্বর (2002-09-01)
সভাপতিআমাবল এগুইলাজ নবম 
অবস্থান
সালমাবাদ
,
বাহরাইন 
HymnThe AMA Hymn
পোশাকের রঙনিল  ও সোনালী 
ওয়েবসাইটwww.amaiu.edu.bh
মানচিত্র

এএমএ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (AMAIU) হলো ফিলিপাইন ভিত্তিকএএমএ কম্পিউটার বিশ্ববিদ্যালয়ের বাহরাইন শাখা। এর প্রধান শাখার মত এখানেও বার্ষিক ক্যালেন্ডার আছে, যেখানে চার বছরের শিক্ষা কর্মসূচির অধীনে পাঠদাব সম্পন্ন হয়।[১]

ইতিহাস[সম্পাদনা]

এএমএ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় খোলা হয়েছিল ২০০২ সালের সেপ্টেম্বর মাসে। তখন এ এম এ এডুকেশন বাহরাইনের সরকারের সাথে একটি অংশীদারত্ব চুক্তি করে। এর ফলশ্রুতিতে বাহরাইনের রাজধানী মানামা তে উক্ত বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়।

বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য[সম্পাদনা]

বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য হিসেবে বলা হয়েছে, বাহরাইন, এ অঞ্চলে এবং বিশ্বব্যাপী গ্রহণযোগ্য প্রাসঙ্গিক, উদ্ভাবনী ও মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে যোগ্য, পেশাদার এবং উদ্যোক্তা গুণসম্পন্ন নাগরিক তৈরী করা।[২]

অবকাঠামো[সম্পাদনা]

এএমএ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ২০০৮ সালে তিনটি ভবন বিশিষ্ট সালমাবাদ ক্যাম্পাসে স্থানান্তরিত হয়। এর আয়তন ৫৭,৪৫০ বর্গমিটার। একাডেমিক ভবন, উন্নত শ্রেণীকক্ষ, গ্রন্থাগার সুবিধা, নিজস্ব পরিবহন ব্যবস্থা ইত্যাদি আছে। [৩]

ডিগ্রী[সম্পাদনা]

প্রোগ্রাম[সম্পাদনা]

১) (বি এস) কম্পিউটার বিজ্ঞান

২) (বি এস) ইন্টারন্যাশনাল স্টাডিজ

৩) (বি এস) ব্যবসায় তথ্য

৪) (বি এস) প্রকৌশল ইনফর্মমেটিক্স

৫) (বি এস) মেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং

স্নাতক প্রোগ্রাম[সম্পাদনা]

১) (এম এস) কম্পিউটার বিজ্ঞান

২) এম বি এ 

কলেজ অফ মেডিসিন[সম্পাদনা]

ডক্টর অফ মেডিসিন[সম্পাদনা]

এমডি প্রোগ্রামটি এএমএ ইউনিভার্সিটির মাকতালী শাখায় চালু ছিলো। এখানে চার বছর মেয়াদে কোর্সটি পড়ানো হতো। CHED প্রদত্ত পাঠ্যক্রমের ওপর ভিত্তি করে পাঠদান করানো হয়। এ এম এ কলেজ অফ মেডিসিন ২০০৮ সাল থেকে মাকতালী শাখায় চালু করা হয়।

প্রকাশনা[সম্পাদনা]

এ এম এ বিশ্ববিদ্যালয় থেকে নিয়মিত বিভিন্ন গবেষণা প্রতিবেদন, সাময়িকী, বই ইত্যাদি প্রকাশিত হয়।

আরো দেখুন[সম্পাদনা]

  1. বাহরাইন বিশ্ববিদ্যালয়

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Universities ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩১ মে ২০১৬ তারিখে, indexBAHRAIN ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ নভেম্বর ২০১৭ তারিখে
  2. "Vision,Mission & Values | AMA International University Bahrain" (ইংরেজি ভাষায়)। ২০১৭-১২-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০১-০৬ 
  3. "ABOUT US | AMA International University Bahrain" (ইংরেজি ভাষায়)। ২০১৮-০১-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০১-০৬