এএইচ৪৫
এশিয়ান হাইওয়ে ৪৫ | ||||
---|---|---|---|---|
পথের তথ্য | ||||
দৈর্ঘ্য | ১,২৬০ মা (২,০৩০ কিমি) | |||
প্রধান সংযোগস্থল | ||||
পূর্ব প্রান্ত: | কলকাতা | |||
দক্ষিণ প্রান্ত: | ব্যাঙ্গালোর | |||
অবস্থান | ||||
দেশ | ![]() | |||
মহাসড়ক ব্যবস্থা | ||||
|
এএইচ৪৫ বা এশীয়া মহাসড়ক ৪৫ হল এশীয়া মহাসড়ক ব্যবস্থার অংশ।এটি কলকাতা থেকে শুরু করে ব্যাঙ্গালোর পর্যন্ত গেছে। এর মোট দৈর্ঘ্য ২০৩০ কিমি (১২৬০ মাইল)। এই মহাসড়কটি কলকাতায় এএইচ ১ এর সঙ্গে যুক্ত এবং ব্যাঙ্গালোর এ এএইচ৪৩ ও এএইচ৪৭ এর সঙ্গে যুক্ত হয়েছে।[১]
পথনির্দেশ[সম্পাদনা]
কলকাতা-
- এনএইচ ৬ - কলকাতা থেকে খড়গপুর
- এনএইচ ৬০ - খডগপুর থেকে বালেশ্বর
- এনএইচ ৫ - বালেশ্বর থেকে চেন্নাই
- এনএইচ ৪ - চেন্নাই থেকে কৃষ্ণাগিরি
- এনএইচ ৪৬ - কৃষ্ণাগিরি থেকে য়ালাজাপেট
- এনএইচ ৭ য়ালাজাপেট থেকে ব্যাঙ্গালোর
.ব্যাঙ্গালোর।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ Asian Highway Handbook। ESCAP। ২০০৩। পৃষ্ঠা ৪১।

উইকিমিডিয়া কমন্সে এএইচ৪৫ সংক্রান্ত মিডিয়া রয়েছে।