এইচআইএফকে ফুটবল
![]() | |||
পূর্ণ নাম | হেলসিঙ্গিন ইদ্রোতসফোরেনিঙ্গেন কামরাতেরনা | ||
---|---|---|---|
ডাকনাম | আইএফকে তাহতিরিন্নাত স্তাদেন্স স্তোলেতহেত (শহরের গৌরব) রোদা (লাল) | ||
প্রতিষ্ঠিত | ১৮৯৭ | ||
মাঠ | তেলিয়া ৫জি-এরিনা[১] | ||
ধারণক্ষমতা | ১০,৭৭০ | ||
সভাপতি | ক্রিস্টোফার পেরেট | ||
ম্যানেজার | টর থোডেসেন | ||
লিগ | ভেইক্কাউসলিগা | ||
২০১৯ | ৭ম | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
| |||
হেলসিঙ্গিন ইদ্রোতসফোরেনিঙ্গেন কামরাতেরনা (ফিনীয়: Helsingin Idrottsföreningen Kamraterna, ইংরেজি: HIFK Fotboll; এছাড়াও এইচআইএফকে ফুটবল, আইএফকে হেলসিংফোর্স অথবা শুধুমাত্র এইচআইএফকে নামে পরিচিত) হচ্ছে হেলসিঙ্কি ভিত্তিক একটি ফিনীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ফিনল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবল লীগ ভেইক্কাউসলিগায় খেলে। এই ক্লাবটি ১৮৯৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এইচআইএফকে তাদের সকল হোম ম্যাচ হেলসিঙ্কির তেলিয়া ৫জি-এরিনায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১০,৭৭০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন টর থোডেসেন এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ক্রিস্টোফার পেরেট। ফিনীয় রক্ষণভাগের খেলোয়াড় হান্নু পাত্রোনেন এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[২]
ঘরোয়া ফুটবলে, এইচআইএফকে এপর্যন্ত ৭টি শিরোপা জয়লাভ করেছে; যার সবগুলোই মেস্তারুসারিয়া শিরোপা।
অর্জন[সম্পাদনা]
- বিজয়ী (৭): ১৯৩০, ১৯৩১, ১৯৩৩, ১৯৩৭, ১৯৪৭, ১৯৫৯, ১৯৬১
- রানার-আপ (৭): ১৯০৯, ১৯১২, ১৯২৮, ১৯২৯, ১৯৩৪, ১৯৩৫, ১৯৭১
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "স্টেডিয়াম"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২০।
- ↑ "বর্তমান দল"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২০।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (ফিনীয়)