ঋগ্বেদাদিভাষ্য ভূমিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঋগ্বেদাদিভাষ্য ভূমিকা
বইটির প্রচ্ছদ (প্রথম সংস্করণ).
লেখকদয়ানন্দ সরস্বতী
দেশব্রিটিশ ভারত
ভাষাহিন্দি
প্রকাশকVijaykumar Govindram Hasanand
আইএসবিএন৯৭৮-৮১৭০৭৭১৬৩০

ঋগ্বেদাদিভাষ্য ভূমিকা (বেদের ভূমিকা নামেও পরিচিত) হলো একটি হিন্দুধর্ম বিষয়ক বই যা মূলত হিন্দিতে মহর্ষি দয়ানন্দ সরস্বতী কর্তৃক রচিত হয়েছিল। দয়ানন্দ সরস্বতী ছিলেন উনবিংশ শতাব্দীর একজন ভারতীয় সমাজ সংস্কারক এবং ধর্মীয় নেতা। তাঁর আরেকটি উল্লেখযোগ্য বই হচ্ছে সত্যার্থ প্রকাশ[১]

বইটির উদ্দেশ্য[সম্পাদনা]

বইটি সাধারণ মানুষের কাছে বেদের বাণী প্রচারের উদ্দেশ্যে লিখিত হয়েছিল। স্বামী দয়ানন্দ সরস্বতী মনে করতেন যে সায়ণ, মহীধর, উব্বটসহ পাশ্চাত্যের বেদ ভাষ্যকার উইলসন, রালফ টিএইচ গ্রিফিথ, ম্যাক্স মুলারের মতো বিভিন্ন পণ্ডিত বেদের যথাযথ ব্যাখ্যা করতে সমর্থ হয়নি এবং তাদের প্রচারিত বেদের ব্যাখ্যা দ্বারা বেদ সম্পর্কে বিভিন্ন ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে।[২] তাই তিনি বেদের ভাষ্য প্রণয়নের উদ্দেশ্যে এই ভূমিকা গ্রন্থটি রচনা করেছিলেন।

আরও পড়ুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Saraswati, Dayanand। "An Introduction to the Commentary on the Vedas Rigvedadi Bhashya Bhumika by Dayanand Saraswati, Ghasi Ram — Reviews, Discussion, Bookclubs, Lists"। Goodreads.com। সংগ্রহের তারিখ ২০১৪-০৪-১৯ 
  2. Gopal, Ram (১৯৮৩)। The History and Principles of Vedic Interpretation - Ram Gopal - Google Books। সংগ্রহের তারিখ ২০১৪-০৪-১৯