বিষয়বস্তুতে চলুন

উর্মিলা ভাট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

উর্মিলা ভাট (১ নভেম্বর ১৯৩৩[] - ২২ ফেব্রুয়ারি ১৯৯৭) ছিলেন হিন্দি চলচ্চিত্র অভিনেত্রী। তিনি মুলত হিন্দি, গুজরাটি ও রাজস্থানী সিনেমায় অভিনয় করেছেন। তিনি নাটক থিয়েটারে অভিনয়ের মাধ্যমে নিজের অভিনয় জীবন শুরু করেন। তিনি রাজকোটের সঙ্গীত কলা একাডেমীতে লোক নৃত্যশিল্পী এবং গায়ক হিসেবে যোগদান করেন।[] সেই সময়েই তার বিখ্যাত গুজরাটি নাটক জেসাল তোরাল এক হাজারেরও বেশি বার মঞ্চস্থ হয়েছিল। তিনি ৭৫টিরও বেশি গুজরাটি চলচ্চিত্র এবং ১৫ থেকে ২০টি রাজস্থানী চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি আড়াই দশকেরও বেশি সময় ধরে (১৯৬০-এর দশক থেকে ১৯৯০-এর দশকের শুরুর দিকে) হিন্দি ছবিতে চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি বিভিন্ন টিভি ধারাবাহিকেও অভিনয় করেছেন। গুজরাট সরকার তাকে অসংখ্য পুরস্কার প্রদানের মাধ্যমে সম্মানিত করেছেন।

অভিনয় জীবন

[সম্পাদনা]

থিয়েটারে সাফল্যের পর, তিনি হিন্দি ছবিতে কাজ শুরু করেন। ১৯৬০ এর দশকের শেষদিকে তিনি গৌরী (১৯৬৮), সংঘর্ষ (১৯৬৮) এবং হামরাজ (১৯৬৭) ছবিতে অভিনয় করেছিলেন। তার অভিনীত আরও কয়েকটি জনপ্রিয় চলচ্চিত্র হল আঁখিও কে ঝরোখোঁ সে (১৯৭৮), গীত গাতা চল (১৯৭৫), বেশরম্‌ (১৯৭৮), রাম তেরি গঙ্গা মৈলি (১৯৮৫), বালিকা বধূ (১৯৭৬), ধুন্দ (১৯৭৩) এবং আলিবাবা মর্জিনা (১৯৭৭)। এই ছবিগুলি ছাড়াও তিনি আরও বেশ কয়েকটি ছবিতে কাজ করেছিলেন। তার বেশিরভাগ সিনেমায় তিনি সহায়ক চরিত্রে অভিনয় করেছেন। তিনি ১২৫ টি হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন। টিভিতে তিনি রামানন্দ সাগর নির্মিত জনপ্রিয় ধারাবাহিক রামায়ণে দেবী সীতার মা মহারাণী সুনয়নার ভূমিকায় এবং রাজশ্রী প্রোডাকশনের টিভি ধারাবাহিক পেইং গেস্ট (১৯৮৫) -এ শারদা শর্মার ভূমিকায় অভিনয় করেছিলেন। এই দুটি ছাড়াও, তিনি ১৯৮৯ সালে শ্যাম বেনেগাল নির্মিত ভারত এক খোজ তথ্যচিত্রে এবং ১৯৯৬ সালে জি টিভির জি হরর শো -তে অভিনয় করেছেন।[]

মৃত্যু

[সম্পাদনা]

২২ ফেব্রুয়ারী ১৯৯৭ সালে জুহুতে তার বাসভবনে তাকে নিহত অবস্থায় দেখতে পাওয়া যায়। প্রাথমিক সন্দেহের ভিত্তিতে তার হত্যার পেছনে ডাকাতির উদ্দেশ্য ছিল বলে মনে করা হয়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. https://gujarativishwakosh.org/ભટ્ટ-ઊર્મિલા/
  2. "Urmila Bhatt: Biography"। Hungama.com। ৯ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৪ 
  3. "Famous actress Urmila Bhatt started with the film 'Gauri', know the reason for death"News Track (English ভাষায়)। ২২ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১০ মে ২০২১ 
  4. United News of India (২৪ ফেব্রুয়ারি ১৯৯৭)। "Actress Urmila Bhatt found murdered"Rediff.com। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০২০