বিষয়বস্তুতে চলুন

উম্মে ইসহাক বিনতে তালহা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উম্মে ইসহাক
أم إسحاق
ব্যক্তিগত তথ্য
ধর্মইসলাম
দাম্পত্য সঙ্গী
  • হাসান ইবনে আলি
    (৬৭০ খ্রিস্টাব্দে তার ইন্তেকালের আগ পর্যন্ত)
  • হোসাইন ইবনে আলি
    (৬৭০ খ্রিস্টাব্দে থেকে তার ইন্তেকালের আগ পর্যন্ত )
  • তামাম ইবনে আব্বাস ইবনে আব্দ আল-মোত্তালিব
  • আব্দ আল্লাহ ইবনে মোহাম্মদ ইবনে আব্দ আল-রাহমান ইবরে আবু বকর
সন্তান
পিতামাতা

উম্মে ইসহাক বিনতে তালহা ইবনে উবাইদুল্লাহ (আরবি: أم إسحاق بنت طلحة بن عبيد الله) ছিলেন তালহা ইবনে উবাইদুল্লাহর কন্যা এবং হাসান ইবনে আলীর স্ত্রী। হাসানের মৃত্যু হলে, তিনি হাসানের ভাই হোসাইন ইবনে আলীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।[]

জীবনী

[সম্পাদনা]

উম্মে ইসহাক ছিলেন তালহা ইবনে উবাইদুল্লাহর কন্যা। তাঁকে কুরাইশ গোত্রের অন্যতম সুন্দরী নারী হিসেবে উল্লেখ করা হয়েছে।[]

উম্মে ইসহাক ছিলেন হাসান ইবনে আলীর স্ত্রী। হাসানের মৃত্যুর পর, তিনি হোসাইন ইবনে আলীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।[] হোসাইন ইবনে আলীর মৃত্যুর পর, তিনি আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আব্দুর রহমান ইবনে আবু বকরের সাথে বিবাহিত হন। বলা হয়, আব্দুল্লাহর সাথে এই বিবাহের আগে তিনি তাম্মাম ইবনে আব্বাস ইবনে আবদুল মুত্তালিবের সাথে বিবাহিত ছিলেন।[]

সন্তান

[সম্পাদনা]

উম্মে ইসহাকের হাসান ইবনে আলীর সাথে তিনটি সন্তান ছিল: হোসাইন (যিনি আল-আথরাম নামে পরিচিত ছিলেন), তালহা ইবনে হাসান এবং ফাতিমা বিনতে হাসান[]

হোসাইন ইবনে আলীর সাথে তাঁর একটি কন্যা সন্তান ছিল: ফাতিমা আল-কুবরা[] এছাড়াও, তিনি আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আব্দুর রহমান ইবনে আবু বকরের সাথে আমিনা নামে একটি কন্যা সন্তানের জন্ম দেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Iṣfahānī। Al_Aghani21। পৃষ্ঠা 78। 
  2. Iṣfahānī। Al_Aghani21। পৃষ্ঠা 78। 
  3. Iṣfahānī। Al_Aghani21। পৃষ্ঠা 78। 
  4. A. J. Al-Baghdadi। Al-Muhbir। Beirut: Dar al-Afaq al-Jadidah। 
  5. Mufīd। al-Irshād2। পৃষ্ঠা 20। 
  6. Mufid। Al_Irshad2। পৃষ্ঠা 135। 
  7. Zubayrī, Nasab, 50; Ibn Sa'd, Ṭabaqāt, III/1, 152.