উম্মে ইসহাক বিনতে তালহা
উম্মে ইসহাক | |
---|---|
أم إسحاق | |
ব্যক্তিগত তথ্য | |
ধর্ম | ইসলাম |
দাম্পত্য সঙ্গী |
|
সন্তান |
|
পিতামাতা |
|
উম্মে ইসহাক বিনতে তালহা ইবনে উবাইদুল্লাহ (আরবি: أم إسحاق بنت طلحة بن عبيد الله) ছিলেন তালহা ইবনে উবাইদুল্লাহর কন্যা এবং হাসান ইবনে আলীর স্ত্রী। হাসানের মৃত্যু হলে, তিনি হাসানের ভাই হোসাইন ইবনে আলীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।[১]
জীবনী
[সম্পাদনা]উম্মে ইসহাক ছিলেন তালহা ইবনে উবাইদুল্লাহর কন্যা। তাঁকে কুরাইশ গোত্রের অন্যতম সুন্দরী নারী হিসেবে উল্লেখ করা হয়েছে।[২]
উম্মে ইসহাক ছিলেন হাসান ইবনে আলীর স্ত্রী। হাসানের মৃত্যুর পর, তিনি হোসাইন ইবনে আলীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।[৩] হোসাইন ইবনে আলীর মৃত্যুর পর, তিনি আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আব্দুর রহমান ইবনে আবু বকরের সাথে বিবাহিত হন। বলা হয়, আব্দুল্লাহর সাথে এই বিবাহের আগে তিনি তাম্মাম ইবনে আব্বাস ইবনে আবদুল মুত্তালিবের সাথে বিবাহিত ছিলেন।[৪]
সন্তান
[সম্পাদনা]উম্মে ইসহাকের হাসান ইবনে আলীর সাথে তিনটি সন্তান ছিল: হোসাইন (যিনি আল-আথরাম নামে পরিচিত ছিলেন), তালহা ইবনে হাসান এবং ফাতিমা বিনতে হাসান।[৫]
হোসাইন ইবনে আলীর সাথে তাঁর একটি কন্যা সন্তান ছিল: ফাতিমা আল-কুবরা।[৬] এছাড়াও, তিনি আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আব্দুর রহমান ইবনে আবু বকরের সাথে আমিনা নামে একটি কন্যা সন্তানের জন্ম দেন।[৭]