বিষয়বস্তুতে চলুন

উমর ইবনে আলি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উমর ইবনে আলি ইবনে আবু তালিব
عُمَر بن عَلیّ بن اَبی طالِب
ব্যক্তিগত তথ্য
মৃত্যু১০ই মুহররম, ৬১ হিজরি / ১০ অক্টোবর, ৬৮০ খ্রিস্টাব্দ
মৃত্যুর কারণকারবালার যুদ্ধ-এ নিহত
সমাধিস্থলইমাম হুসাইন মাজার, কারবালা, ইরাক
ধর্মইসলাম
পিতামাতা
  • আলী (পিতা)
  • লায়লা বিনতে মাস'উদ (মাতা)
যে জন্য পরিচিতকারবালায় হুসাইন ইবনে আলী এর সঙ্গী হিসেবে পরিচিত

উমর ইবনে আলি (আরবি: عُمَر بن عَلیّ) ছিলেন আলী ইবনে আবু তালিবের সন্তানদের একজন। তিনি তার ভাই হুসাইন ইবনে আলী এর সঙ্গে কারবালা গমন করেন এবং আশুরা দিবসে নিহত হন। তাকে উমর আল-আসগরও বলা হত। এছাড়া আলীর আরেক পুত্রও ছিলেন, যার নাম উমর আল-আকবর। তার মাতা ছিলেন উম্মে হাবিব আল-সাহবা। তিনি কারবালার ঘটনায় উপস্থিত ছিলেন না।

বংশধারা

[সম্পাদনা]

কিছু সুন্নি সূত্র উমরকে উমর আল-আকবর নামে উল্লেখ করেছে[] এবং তার উপাধি ছিল আবু আল-কাসিম।[][] বা আবু হাফস। কিছু ঐতিহাসিক সূত্র অনুযায়ী, তার মায়ের নাম উল্লেখ করা হয়েছে আল-সাহবা (উম্মে হাবিব) বা রাবি'আ আল-তাগলিবির কন্যা হিসেবে।[] অন্য কিছু সূত্রে তার মায়ের নাম লায়লা বিনতে মাস'উদ আল-দারামি উল্লেখ করা হয়েছে। সুন্নি পণ্ডিত আল-ফাখর আল-রাজি উল্লেখ করেছেন যে উমর ছিলেন ইমাম আলীর সবচেয়ে ছোট সন্তান।[]

কারবালার যুদ্ধে

[সম্পাদনা]

ধারণা করা হয় যে উমর আশুরা দিবসে যুদ্ধের জন্য লড়াইয়ের আহ্বান জানান এবং শত্রুকে আক্রমণ করেন। তিনি তার ভাইয়ের হত্যাকারী জাহরকে আক্রমণ করে তাকে হত্যা করেন। সুন্নি বিচারক (কাজী) আখতাব খাওয়ারাজম তার নিহত হবার ঘটনা বর্ণনা করেছেন। বলা হয়, প্রথমে তার ঘোড়া পড়ে যায় এবং তারপর তাকে শহীদ করা হয়।[]

  1. আবু 'আব্দ আল্লাহ মুহাম্মাদ ইবনে সাদ ইবনে মানি' আল-বসরি (২০১৩)। আল-তাবাকাত আল-কুবরা। আল-মানহাল। পৃষ্ঠা ১৪। আইএসবিএন ৯৭৮-৬০৫৭৭০২৪৬৩ |আইএসবিএন= এর মান পরীক্ষা করুন: invalid character (সাহায্য) 
  2. আলী ইবনে মুহাম্মদ আলাভি আমরি (১৩৭৬)। আল-মাজদী ফি আনসাব আল-তালিবিন। আল-আসিলি ফি আনসাব আল-তালিবিন। কিতাবখানা পাবলিক লাইব্রেরি হজরত আয়াতুল্লাহ আল-উজমা মারাশি নাজাফি (রাহ)। পৃষ্ঠা ৭। 
  3. আল-সাইয়িদ আহমদ ব. আলী ব. হুসাইন আল-হুসাইনি। উমদাত আল-তালিব ফি আনসাব আল-আবি তালিব। পৃষ্ঠা ৩৬২। 
  4. ওজ, মুস্তাফা (১৯৮৯)। আলী ইভলাদি (আলীর সন্তান) - একটি নিবন্ধ, তুর্কী এনসাইক্লোপিডিয়া অফ ইসলাম-এ প্রকাশিত (তুর্কি ভাষায়)। । ইস্তাম্বুল: টিডিভি ইসলাম এনসাইক্লোপিডিয়া। পৃষ্ঠা ৩৯২–৩৯৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২২ 
  5. আল-ফাখর আল-রাজি (১৯৯৮)। আল-শাজারাত আল-মুবারাকা ফি আনসাব আল-তালিবিয়া। আয়াতুল্লাহ মার'াশি নাজাফি লাইব্রেরি। পৃষ্ঠা ১৮৯। 
  6. আল-মুওয়াফফাক ইবনে আহমদ আখতাব খাওয়ারাজম (১৯৯৭)। মকতাল আল-হুসাইন। আনোয়ার আল-হুদা। পৃষ্ঠা ২৮–২৯।