উদারপন্থী সভা (অস্ট্রিয়া)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Liberales Forum (LIF)

উদারপন্থী সভা (Liberales Forum বা LIS) অস্ট্রিয়ার একটি উদারপন্থী রাজনৈতিক দল। এই দলটি ১৯৯৩ সালে হাইড স্মীট (Heide Schmit ) কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল।

দলটির নেতা হলেন 'আলেক্সান্ডার জাঁক' (Alexander Zach)।

২০০২ সালের সংসদীয় নির্বাচনে দলটি ৪৮,০৮৩ভোট পেয়েছিল (০.৯৮%) । কিন্তু দলটি সংসদে কোন আসনে জয় লাভ করতে সক্ষম হয় নাই।

ইউরোপীয় পার্লামেন্টে এই দলের ১টি আসন রয়েছে।

বহিঃসংযোগ[সম্পাদনা]