বিষয়বস্তুতে চলুন

উদয় কুমার ধর্মলিঙ্গম্

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উদয় কুমার ধর্মলিঙ্গম্
তামিল: உதயகுமார் தர்மலிங்கம்
সংস্কৃত: उदय कुमार धर्मलिङ्गम्
ইংরেজি: Uday Kumar Dharmalingam
উদয় কুমার ধর্মলিঙ্গম্, এপ্রিল ২০১২
জন্ম১৯৭৮ (বয়স ৪৬৪৭)
মাতৃশিক্ষায়তন
পেশাসহকারী অধ্যাপক ও ডিপার্টমেন্ট অব ডিজাইনের প্রধান, আইআইটি গুয়াহাটি
পরিচিতির কারণভারতীয় টাকার প্রতীকের নকশাকার (২০১০)
উল্লেখযোগ্য কর্ম
ভারতীয় টাকার প্রতীক
পিতা-মাতা

উদয় কুমার ধর্মলিঙ্গম্ (তামিল: உதயகுமார் தர்மலிங்கம், সংস্কৃত: उदय कुमार धर्मलिङ्गम्, ইংরেজি: Uday Kumar Dharmalingam; জন্ম ১৯৭৮) একজন ভারতীয় অধ্যাপক ও নকশাকার। ভারতীয় টাকার প্রতীকের নকশার জন্য তিনি পরিচিতি লাভ করেছেন।[] সংক্ষিপ্ত তালিকাভুক্ত পাঁচটি প্রস্তাবিত প্রতীকের মধ্যে তার প্রস্তাবকে নির্বাচিত করা হয়েছিল।[] উদয় কুমারের মতে ভারতের জাতীয় পতাকার ন্যায় তিনি এই প্রতীকের উদ্ভাবন করেছিলেন।[]

২০১৯ সালের ডিসেম্বরের হিসাব অনুযায়ী তিনি আসামের আইআইটি গুয়াহাটির ডিপার্টমেন্ট অব ডিজাইনের প্রধান।[]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

উদয় কুমার ধর্মলিঙ্গম্ তামিলনাড়ুর তিরুবন্নমালাইয়ের নিকট মারুরে জন্মগ্রহণ করেন আর উত্তর চেন্নাইয়ে প্রতিপালিত হন। তিনি এন. ধর্মলিঙ্গমের পুত্র, যিনি ১৯৭১ থেকে ১৯৭৬ পর্যন্ত তামিলনাড়ু বিধানসভার সদস্য ছিলেন।[]

শিক্ষা

[সম্পাদনা]

উদয় কুমার ধর্মলিঙ্গম্ চেন্নাইয়ের লা শাতেলেন জুনিয়র কলেজে ভর্তি হয়েছিলেন। ২০০১ সালে তিনি আন্না বিশ্ববিদ্যালয়ের স্কুল অব আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিঙে (এসএপি) স্থাপত্যকল্যায় স্নাতক (বিআর্ক) হয়েছিলেন। ২০০১ সালে তিনি আইআইটি বম্বের ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন সেন্টার (আইডিসি) থেকে ভিজুয়াল কমিউনিকেশনের উপর স্নাতকোত্তর এমডিইএস ডিগ্রি লাভ করেছিলেন। ২০১০ সালে আইডিসি থেকে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেছিলেন।[]

গবেষণা

[সম্পাদনা]
ভারতীয় টাকার বর্তমান প্রতীক

উদয় কুমারের গবেষণার মধ্যে রয়েছে গ্রাফিক ডিজাইন, টাইপোগ্রাফিটাইপ ডিজাইন। তিনি বিশেষ করে তামিল টাইপোগ্রাফির প্রতি মনোযোগ দেন, আর এটাই তার পিএইচডি গবেষণার বিষয় ছিল।

উদয় কুমার ভারতীয় টাকার প্রতীকের নকশাকার। দেবনাগরী ব্যঞ্জনবর্ণ বড় হাতের লাতিন ব্যঞ্জনবর্ণ R নিয়ে তিনি প্রতীকটির উদ্ভাবন করেছেন। দেবনাগরী ও লাতিন ব্যঞ্জনবর্ণ দুটি যথাক্রমে হিন্দি रुपया (রুপয়া) ও ইংরেজি rupee (রুপি) শব্দের আদ্যক্ষর। সুতরাং ভারতীয় ও আন্তর্জাতিক উভয় ব্যবহারকারীদের পক্ষে টাকার এই প্রতীক তাৎপর্যপূর্ণ। এছাড়া দেবনাগরী বর্ণের ন্যায় টাকার প্রতীকটি মাত্রাযুক্ত। পরপর দুটি অনুভূমিক রেখা একটি সমান চিহ্ন গঠন করে যা তেরঙা জাতীয় পতাকাকে চিহ্নিত করে।[] ২০১০ সালের ১৫ জুলাই অম্বিকা সোনি ভারতীয় টাকার এই প্রতীক অনুমোদিত করেছিলেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Rupee gets a new symbol"। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১১
  2. "Final Selection for the Symbol for Indian Rupee – List of Five Entries: Ministry of Finance, Government of India"। Finmin.nic.in। ২৫ জুলাই ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১০
  3. "I hit upon representative Devanagari, says winner"The Hindu। Chennai, India। ১৬ জুলাই ২০১০।
  4. "Department of Design, IIT Guwahati"Iitg.ernet.in। ১৭ মে ২০১১। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৯
  5. "My son has brought glory to TN"The New Indian Express। ৯ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৬
  6. "UdayaKumar :: Resume"idc.iitb.ac.in। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২৩
  7. Kumar, D. Udaya"Currency Symbol for Indian Rupee" (পিডিএফ)। Indian Institute of Technology Bombay। ২১ আগস্ট ২০১০ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৮
  8. Kumar, Sushil। "Symbol for Indian Rupee" (পিডিএফ)। Ministry of Finance, Government of India। ১৭ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]